আটের দশক ও নয়ের দশক জুড়ে বলিপাড়ায় রাজ করেছেন চার তারকা সানি দেওল,জ্যাকি শ্রফ,সঞ্জয় দত্ত এবং মিঠুন চক্রবর্তী।আর প্রত্যেকের অধিকাংশ ছবিই ছিল অ্যাকশনে ভরপুর।বলিউডের এই চার অ্যাকশন লেজেন্ড এবার ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন।সদ্যই এই ছবি নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট।জানা যাচ্ছে,ছবির নাম রাখা হয়েছে ‘বাপ’।ছবিতে দুর্দান্ত অ্যাকশন করতে দেখা যাবে বলিপাড়ার চার সুপারস্টারকে।যদিও অ্যাকশন ফিল্ম ‘বাপ’ নিয়ে এখনই বিশদে মুখ খুলছেন না নির্মাতারা।তবে বলিপাড়া সূত্রে খবর মিলছে,কয়েকদিনের মধ্যেই মুম্বইতে শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং।
আগামী বছর ছুটির সপ্তাহে ‘বাপ’ মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।তবে তাঁরা জানাচ্ছেন,যাঁরা এইট্টিজ এবং নাইনটিজের অ্যাকশন ফিল্ম দেখতে ভালবাসেন তাঁদের জন্যই তৈরি হয়েছে বাপ।