Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনশহরে নতুন গোয়েন্দা, আসছেন দীপক চ্যাটার্জি

শহরে নতুন গোয়েন্দা, আসছেন দীপক চ্যাটার্জি

স্বপনকুমারের গোয়েন্দা চরিত্র হয়ে সিনেমার পর্দায় আসছেন আবির চট্টোপাধ্যায়

Follow Us :

কলকাতা: ডিটেক্টিভ চরিত্রে বরাবরই ছক্কা হাঁকিয়েছেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। কখনও ফেলুদা, কখনও সত্যান্বেষী, আবার কখনও আমাদের ঘরের ছেলে সোনা দা হয়ে পর্দায় এসেছেন তিনি। এবার অভিনেতাকে দেখা গেল বেশ ভিন্ন এক চরিত্রে। স্বপনকুমারের (Swapankumarer) গোয়েন্দা চরিত্র হয়ে সিনেমার পর্দায় আসছেন আবির (Aabir Chatterjee)। ‘হইচই’ (Hoichoi) ও জিও স্টুডিও (Jio Studios)-র যৌথ প্রয়াসে বড়পর্দায় আসছে নতুন ছবি ‘শ্রী স্বপন কুমারের বাদামী হায়নার কবলে’ (Badami Hyenar Kobole)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল এই ছবির ট্রেলার।

গল্প অনুযায়ী, শহরে বেশ বিপজ্জনক এক গ্যাং বাদামী হায়নার উৎপাত। এমন গ্যাংয়ের হাত থেকে শহরকে একজনই বাঁচাতে পারে, দীপক চট্টোপাধ্যায়। ‘বটতলার ডিটেক্টিভ’ নামে যিনি পরিচিত। বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চট্টোপাধ্যায়। পঞ্চাশের দশকে বাঙালি পাঠকদের মাঝে জনপ্রিয় ছিলেন দীপক। কোনও কেসের সমাধান করতে দেরি হয়না তাঁর। ঝড়ের গতিতে গাড়ি চালাতে পারেন। কোমরে গুঁজে রাখেন রিভলবার। অন্ধকারেও লক্ষ্যভেদ করেন। ঘুম থেকে উঠেই কফি না খেলে মাথা খোলে না। রহস্যের সমাধানে ছুটে বেড়ান দেশ-বিদেশে। সেই চরিত্রেই এবার দেখা গেল আবিরকে।

 

 

View this post on Instagram

 

A post shared by hoichoi studios (@hoichoistudios)

আরও পড়ুন: হিংস্র লুকে বিক্রম, বদলা নেবেন অত্যাচারের!

দেবালয় ভট্টাচার্য (Debaloy Bhattacharya)-এর পরিচালনায় এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), শ্রুতি দাস (Shruti Das) ও প্রতীক দত্ত (Pratik Dutta)-কে। চলতি মাসের ১২ পর্দায় আসছে সিনেমাটি।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular