Placeholder canvas

Placeholder canvas
Homeফিচারজানেন কেন শারদ পূর্ণিমায় বাঙালি কোজাগরী লক্ষ্ণীপুজো করে?

জানেন কেন শারদ পূর্ণিমায় বাঙালি কোজাগরী লক্ষ্ণীপুজো করে?

Follow Us :

কলকাতা: অক্টোবর-নভেম্বর মানেই পুজোর মাস৷ একটা পুজো মিটতে না মিটতেই আরেক পুজো চলে আসে৷ সবে দুর্গাপুজোর ভাসান মিটল৷ এবার লক্ষ্ণীপুজোর আরাধনা মগ্ন হবে বাঙালি৷ তিথি অনুযায়ী, আজ মঙ্গলবার সন্ধে ৭টার পর পূর্ণিমা শুরু হয়ে যাবে৷ পূর্ণিমা ছাড়বে আগামিকাল রাত ৮টার পর৷ তার মানে এবার দু’দিন লক্ষ্ণীপুজো করা যাবে৷

সাধারণত আশ্বিন মাসের শেষ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্ণীপুজো হয়৷ কিন্তু এবার কার্তিক মাসে পুজো পড়েছে৷ কার্তিক মাসের প্রথম অমাবস্যায় হবে কালীপুজো৷ ওই দিনও অনেক বাঙালি ঘরে লক্ষ্ণীপুজো হয়৷ কিন্তু কোজাগরী লক্ষ্ণীপুজোর মাহাত্ম্য আলাদা৷ এর বিশেষ গুরুত্ব রয়েছে৷ লক্ষ্ণী হলেন সুখ, শান্তি ও সৌভাগ্যের দেবী৷ আর কোজাগরী শব্দের অর্থ হল, ‘কে জেগে আছে’৷ কথিত আছে, ভক্তদের দুঃখ ও কষ্ট দূর করতে শরতের শেষ পূর্ণিমা রাতে দেবী লক্ষ্ণী জগৎ পরিক্রমায় বেরোন৷ বলা হয়, পূর্ণিমার রাতে যাঁরা জেগে থাকেন তাঁদের বাড়ি এসে বিরাজ করেন মা লক্ষ্ণী৷ অঢেল ধন-সম্পত্তির আশীর্বাদ দিয়ে ফিরে যান৷ ওই জন্য অনেক গৃহস্থের বাড়িতে রাতে কোজাগরী লক্ষ্মীপুজো হয়৷ কোথাও ঘটে, কোথাও পটে, কোথাও আবার মূর্তি এনে পুজো করেন৷ ওই সময় গৃহস্থেরা সারারাত ঘিয়ের প্রদীপ জ্বালান৷ বাড়ির সদর দরজায় মায়ের পদ চিহ্ন আঁকা হয়৷

কোজাগরী পূর্ণিমার সময়কাল: ১৯ অক্টোবর সন্ধে ৭টা ৩ মিনিটে পূর্ণিমা শুরু হবে৷ পরের দিন রাত ৮টা ২৬ মিনিটে পূর্ণিমা শেষ হবে৷ এই ২৪ ঘণ্টার মধ্যে পুজোর সর্বাধিক শুভ সময় হল ১৯ অক্টোবর রাত ১১টা ৩৫ মিনিট থেকে ২০ অক্টোবর ১২টা ২৭ মিনিট৷

RELATED ARTICLES

Most Popular