মুম্বই: সানি লিওনির সঙ্গে চ্যাট ও ভিডিও কল করতে পারবেন সহজেই। কিন্তু তিনি নিজে উপস্থিত থাকবেন না। বরং তাঁরই একটি ক্লোনের সঙ্গে কথা বলতে পারবেন অনুরাগীরা। ভারতে এই প্রথম কোনও তারকা আনুষ্ঠানিকভাবে নিজের এআই ক্লোন তৈরি করলেন। মুম্বইতে সানি লিওনির এই এআই ক্লোনের উদ্বোধন হয়েছে ১৬ জানুয়ারি। সানি নিজেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তাঁর এইএআই ক্লোনটি।

কামোটো ডট এআই (Kamoto.AI) সংস্থার মাধ্যমেই সানি এই ক্লোন তৈরি করেছেন। সেই সংস্থার প্রধান তোশেন্দ্র শর্মা এবং রোহেন্দ্র সিং মুম্বইতে সানি লিওনির এই এআই ক্লোনের উদ্বোধন করেন। এই এআই প্রযুক্তিতে ব্যক্তিগত কিছু তথ্যের ভিত্তিতে খুব সহজে কয়েকটা ক্লিকেই যে কোনও মানুষের ভার্চুয়াল এআই রেপ্লিকা বানিয়ে ফেলতে পারে। সানি লিওনির এই ক্লোনটিও বহু প্রশিক্ষণ এবং কণ্ঠস্বর আত্তীকরণের মাধ্যমে বানানো হয়েছে।

আরও পড়ুন: ফুটবল খেলাতেও AI প্রয়োগ, জানা যাবে ভুল ত্রুটি

কামোটো ডট এআই (Kamoto.AI) মূলত এমন একটি প্ল্যাটফর্ম যারা বিভিন্ন এআই ক্যারেকটার নিয়ে কাজ করে, তাদের প্রশিক্ষণ দেওয়া, এমনকী তাঁর সাহায্যে অর্থোপার্জনের উপায় করার চেষ্টাই এদের মূল কাজ।

সানি লিওনি জানিয়েছেন, আমার এআই ক্লোনের উদ্বোধন আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। আমার জীবনের এই পর্যায়ে এসে আমি চাই অনাস্বাদিত কিছু আগে দেখা হয়নি এমন কিছু জানতে, শিখতে, বুঝতে যা আমাকে একজন শিল্পী হিসেবেও এবং ব্যবসার দিক থেকেও অনেক সমৃদ্ধ করে তুলবে। আমার এআই ক্লোনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আমি আশা করছি অনুরাগীদের সঙ্গে আমার সম্পর্ক আরও উন্নত হয়ে উঠবে।

আরও অন্য খবর দেখুন