Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঅনুপ্রবেশ রুখতে মায়ানমার সীমান্ত সিল করছে কেন্দ্র, ঘোষণা শাহের

অনুপ্রবেশ রুখতে মায়ানমার সীমান্ত সিল করছে কেন্দ্র, ঘোষণা শাহের

মিজোরাম-মায়ানমার সীমান্তে বসছে কাঁটাতার

Follow Us :

গুয়াহাটি: মায়ানমার সীমান্ত সিল (India Myanmar Border Seal) করছে কেন্দ্র (India Govt)। মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিন্ধান্ত। শনিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মায়ানমার থেকে বিনা বাধায় কেউ যাতে ভারতে ঢুকে না পারে তার জন্য মিজোরাম-মায়ানমার সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, গত তিন মাসে ৬০০-এর বেশি মায়ানমার সেনা সীমান্ত পেরিয়ে উত্তর-পূর্বের রাজ্যে আশ্রয় নিয়েছেন। ভারতে আসা বন্ধ করতেই এই পদক্ষেপ করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর।

মণিপুর ও মিজোরাম লাগোয়া মায়ানমার। দুই রাজ্যেই সীমান্তবর্তী। ল্যান্ড বর্ডার ক্রসিং লাগোয়া মোরে শহর। গৃহযুদ্ধে উত্তপ্ত মণিপুর ও মিজোরাম লাগোয়া মায়ানমার। মিজোমারের লঙ্গথলাই জেলায় প্রায় ৬০০ মায়ানমারের সেনা আশ্রয় নিয়েছে। এমনকি দুই দেশের আদিবাসীরা ১২ কিলোমিটার পর্যন্ত ভিসা ছাড়া যাতায়াত করতে পারেন। এবার সেই অবাধ যাতায়াতে লাগাম টানতে চায় কেন্দ্রীয় সরকার। শনিবার গুয়াহাটিতে অসম পুলিশ কম্যান্ডোদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিত শাহ। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তের মতোই নিরাপত্তায় মুড়ে ফেলা হবে মায়ানমার সীমান্তও। শীঘ্রই মায়ানমার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে সে দেশের আদিবাসীদের ভিসার প্রয়োজন হবে। শেষ হবে ১৯৭০-এর ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ চুক্তি।

আরও পড়ুন: বাবরি মসজিদে গেরুয়া ঝান্ডা আঁকড়ে বসে ছিল হনুমান!

উল্লেখ্য, সেনাকর্তারা মনে করেন মণিপুরে অশান্তির শিকড় রয়েছে মায়ানমারে। কীমায়ানমার গৃহযুদ্ধের প্রভাব পড়ছে মিজোরাম এবং মণিপুর দুই রাজোই। মেতেই ও কুকি দুই গোষ্ঠীর কাছে রয়েছে প্রচুর হাতিয়ার। মনে করা হচ্ছে, চিন থেকে মায়ানমার হয়ে অস্ত্র যাচ্ছে বিদ্রোহীদের। আবার গত তিন মাসে মায়ানমারের প্রচুর সেনা মিজোরামে ঢুকেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার ভারত মায়ানমার সীমান্ত সিল করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular