Placeholder canvas

Placeholder canvas
HomeScrollAnubrata Mandal: সিবিআইয়ের হাতে গ্রেফতারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডল

Anubrata Mandal: সিবিআইয়ের হাতে গ্রেফতারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডল

Follow Us :

কলকাতা: গরুপাচার মামলায় গ্রেফতারি এড়াতে এ বার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন অনুব্রত মণ্ডল। রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ শুক্রবার রক্ষাকবচ তুলে নেওয়ায়, সিবিআইয়ের হাতে গ্রেফতারির আশঙ্কা করছেন অনুব্রত। বীরভূম জেলা তৃণমূল সভাপতি রক্ষাকবচ চেয়ে আবেদন করলে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার মামলাটি গ্রহণ করে। জরুরি শুনানির জন্য অনুব্রতর আইনজীবীকে আবেদনের পরামর্শ দেয় ডিভিশন বেঞ্চ। আদালত সূত্রে খবর, বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডলের আবেদনের উপর শুনানি রয়েছে।
গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে একাধিক বার সমন পাঠিয়েছিল সিবিআই। কিন্তু অসুস্থতা-সহ একাধিক অজুহাতে সিবিআই দফতরে হাজিরা এড়িয়ে গিয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। বিচারপতি রাজাশেখর মান্থা রক্ষাকবচ তুলে নেওয়ার আগে প্রশ্ন তোলেন, গরুপাচার মামলায় তিনি মূল অভিযুক্ত নন। তা-ও কেন অসুস্থতার অজুহাতে সিবিআইকে এড়িয়ে যেতে চাইছেন? তিনি যদি গ্রেফতারির আশঙ্কা করে থাকেন, তা হলে কেন আগাম জামিন চেয়ে আবেদন করছেন না, সে প্রশ্নও তোলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি।
সিবিআইয়ের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এমবি রাজু জানান, ২০২১-এর এপ্রিলে অনুব্রত মণ্ডলকে প্রথম নোটিস দেওয়া হয়েছিল। তখন থেকেই তিনি সিবিআইয়ের মুখোমুখি না-হওয়ার জন্য নানান টালবাহানা করছেন। আসছেন না। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফের তাঁকে নোটিস দেওয়া হয়েছিল। তখনও তিনি হাজিরা দেননি। সর্বশেষ নোটিসটি দেওয়া হয় মার্চের প্রথম সপ্তাহে।

আরও পড়ুন: Nandigram Dibas: নন্দীগ্রাম দিবসে কৃষকদের শ্রদ্ধা জানিয়ে টুইট মমতার

সিঙ্গল বেঞ্চে সিবিআইয়ের আইনজীবীর প্রশ্ন ছিল, কলকাতায় অনুব্রত মণ্ডল আসছেন না, এমনটা নয়। তিনি তাঁর প্রয়োজনে কলকাতায় আসেন। তা হলে কেন বারবার তলব করার পরেও হাজিরা দিচ্ছেন না? সিবিআইয়ের আরও বক্তব্য, অনুব্রত নিয়মিত রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সভা করছেন। সোশাল মিডিয়ায় সক্রিয়ও রয়েছেন। রাজনৈতিক কর্মসূচির ভিডিয়ো আপলোডও করছেন। একজন অসুস্থ মানুষ কী ভাবে তা করতে পারেন?
আইনজীবী মারফত অনুব্রতর আবেদন, ‘আমি অসুস্থ। চিকিৎসা চলছে বলে সিবিআইকে জানিয়েছিলাম। আমার পক্ষে কলকাতায় যাওয়া সম্ভব নয়। আমি ভিডিয়ো কনফারেন্সে করতে পারি। বাড়ির কাছাকাছি কোথাও জিজ্ঞাসাবাদ করা হলেও আপত্তি নেই।
এ পর্যন্ত মোট চার বার অনুব্রতকে সিবিআই তলব করে। প্রথমবার তাঁকে সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিল ভোট পরবর্তী হিংসা-মামলার সূত্রে। সেই সময় তিনি পুরভোটে ব্যস্ততার জন্য হাজির হতে পারবেন না বলে জানিয়েছিলেন। পরের তিন বার তাঁকে তলব করা হয় গরুপাচার কাণ্ডে।

RELATED ARTICLES

Most Popular