skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeকলকাতাBus Fare | বাস ভাড়া বাড়ছে না, ফের জানালেন পরিবহণ মন্ত্রী

Bus Fare | বাস ভাড়া বাড়ছে না, ফের জানালেন পরিবহণ মন্ত্রী

Follow Us :

কলকাতা: বাস ভাড়া (Bus Fare) বৃদ্ধির এখনই কোনও সম্ভাবনা নেই বলে ফের জানিয়ে দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী (Transport Minister) স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty)। বৃহস্পতিবার মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী চান না, এই মুহূর্তে সাধারণ মানুষের উপর বাস ভাড়া বাড়িয়ে বাড়তি চাপ দেওয়া হোক। তাই সরকার বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও চিন্তাভাবনা করছে না। প্রসঙ্গত, বেসরকারি বাস, মিনিবাসের মালিকরা অনেকদিন ধরেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। ভাড়া না বাড়ালে রাস্তায় বাস নামবে না বলেও মালিকরা হুমকি দিয়েছেন।  

এদিন পরিবহণ মন্ত্রী বেলতলা মোটর ভেহিকেলস দফতরে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের (Smart Card Driving Licence) সূচনা করেন। কোনও ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে সমস্ত তথ্য জমা দেওয়ার পর অতি দ্রুত এই স্মার্ট কার্ড তৈরি করে তা গ্রাহকদের বাড়িতে ডাক মারফত পোঁছে দেওয়া হবে।  পরিবহণ দফতরের দাবি, সারা দেশের মধ্যে কলকাতাতেই প্রথম এই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স চালু হল। 

আরও পড়ুন:Aajke | ‘জনজোয়ার’-এর পাল্টা রোড শো, চাপে কাঁথির খোকাবাবু?

মন্ত্রী জানান, আগে কাগজ ও ল্যামিনেশনের মাধ্যমে তৈরি করা হত ড্রাইভিং লাইসেন্স। এখন থেকে প্লাস্টিকের স্মার্ট কার্ড করা হবে। এর মধ্যে থাকছে কিউ আর কোড দেওয়া চিপ। তার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত তথ্যের হদিশ মিলবে। পাশাপাশি গাড়ির নম্বর রেজিস্ট্রেশন থেকে শুরু করে গাড়ির যাবতীয় তথ্যও দেওয়া থাকবে এই কিউ আর কোড সম্বলিত কার্ডটিতে। ফলে এ রাজ্য থেকে শুরু করে দেশের যে কোনও প্রান্তে সংশ্লিষ্ট গাড়ির চালক ও গাড়ির সমস্ত তথ্য একসঙ্গেই পুলিশ ও প্রশাসন জেনে নিতে পারবে।  

সাধারণ যাত্রীদের অভিজ্ঞতা হল, সরকারি বাসের পরিষেবা এখন খুব খারাপ হয়ে গিয়েছে। রাস্তায় সরকারি বাসের সংখ্যা কমে গিয়েছে। তাছাড়া বাসগুলির হালও খুব খারাপ। যাত্রীদের অভিযোগ, সরকারি বাসের রক্ষণাবেক্ষণও ঠিকমতো হয় না। মন্ত্রী অবশ্য যাত্রীদের এই অভিজ্ঞতা এবং অভিযোগের সঙ্গে একমত নন। তিনি বলেন, যে কোনও সময় বাস যান্ত্রিক কারণে খারাপ হতেই পারে। তাঁর আরও দাবি, সরকারি বাসে রক্ষণাবেক্ষণ নিয়মিতই হয়। 

RELATED ARTICLES

Most Popular