Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsসিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, দুয়ারে রেশন নিয়ে ডিভিশন বেঞ্চে ডিলাররা

সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, দুয়ারে রেশন নিয়ে ডিভিশন বেঞ্চে ডিলাররা

Follow Us :

কলকাতা: বৃহস্পতিবার দুয়ারে রেশন নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানাল রেশন ডিলাররা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে এদিন মামলা দায়ের করেন তাঁরা।

যদিও এই বিষয়ে ভারপ্রাপ্ত জানান তাঁর কোনও এক্তিয়ার নেই। তিনি রেশন ডিলারদের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যেতে পারেন। এর পর ডিলাররা  সুব্রত তালুকদারের এজলাসে আবেদন জানান। ডিলারদের আবেদন গ্রহণ করেন বিচারপতি সুব্রত তালুকদার। আগামী সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।

দুয়ারে রেশন প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী। বাড়ি গিয়ে রেশন দেওয়া আইনবিরুদ্ধ। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নেই পশ্চিমবঙ্গের রেশন ডিলারদের কাছে। দিল্লিতেও এই ধরনের প্রকল্প আনার চেষ্টা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই অনুমোদন দেয়নি। তা ছাড়াও  বাড়ি গিয়ে রেশন দিতে গেলে খরচ বেশি। প্রয়োজন গাড়ির। প্রয়োজন কর্মচারীরও। সেই কারণেই এই প্রকল্পের বাস্তবায়নে রাজি ছিলেন না ডিলারদের একাংশ।

আরও পড়ুন – সাফল্যের নয়া রেকর্ড গড়ল মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্প

ফলে, রাজ্য সরকারের এই ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রেশন ডিলারদের একাংশ। বুধবার  তাঁদের সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবারেই আদালতের এই রায়ে স্বস্তি পেয়েছিল রাজ্য। বৃহস্পতিবার ওই রায়কে চ্যালেঞ্জ জানালেন রেশন ডিলাররা। 

যদিও এই বিষয়ে রাজ্য জানিয়েছিল, দুয়ারে রেশন প্রকল্পের বাড়তি খরচ বহন করবে রাজ্য। আদতে এটি একটি পরীক্ষামূলক প্রকল্প যা শুধু সেপ্টেম্বর মাসের জন্য। সেই কারণেই বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়ার এই নতুন প্রকল্পকে সীলমোহর দিয়েছিল আদালত।

RELATED ARTICLES

Most Popular