গতকাল হাওড়ার বিধ্বংসীকর আগুনের পর এবার চাঁদনি চকের বহুতলে আগুন।কালো ধোঁয়াতে গোটা এলাকা ভরে গিয়েছে।জানা গিয়েছে ৯ নম্বর ম্যাডান স্ট্রিট এলাকায় রয়েছে ওই বহুতলটি। ওই বহু টোলের নিচে বহু দোকান রয়েছে, রয়েছে অনেক আবাসনও। খবর পেয়েই ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ২টো ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশের একটি দল এবং দ্রুত খালি করতে মাইকিং করছে।ঘিঞ্জি এলাকায় হওয়াতে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকে। বহুতলে একাধিক দোকানের পাশাপাশি রয়েছে একাধিক ফ্ল্যাটও।
আরও পড়ুন: অবশেষে বৃষ্টি, স্বস্তি ফিরল দিল্লিতে
প্রসঙ্গত, শুক্রবার সকাল ৬টা তা নাগাদ হাওড়ার ফোরশোর রোডের একটি গুদামে বিধ্বংসী আগুন লেগেছিল। প্রায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দেখুন আরও খবর: