Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsKMC: কাজের সুবিধার জন্যই পুরসভায় বদলি, জানালেন মেয়র

KMC: কাজের সুবিধার জন্যই পুরসভায় বদলি, জানালেন মেয়র

Follow Us :

কলকাতা: কলকাতা পুরসভার বহু বিভাগে যেমন অনেক কর্মচারী আছেন, তেমনি অনেক দফতরে আবার প্রয়োজনের তুলনায় লোক কম। অনেকে হাজিরা খাতায় সই করে সারাদিনে আর কোনও কাজ করেন না। এর জন্য দফতরগুলির মধ্যে সমতা আনতে ৭৬ জন ইনস্পেক্টরকে বদলি করা হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান মেয়র ফিরহাদ হাকিম। মেয়র জানান, পুরসভায় অনলাইন সার্ভিস চালু হওয়ার পর বেশ কিছু দফতরে কর্মী এবং অফিসার বাড়তি হয়ে গিয়েছে। আবার কিছু দফতরে লোক কম। তাই যে সব দফতরে লোক কম, সেগুলিতে অনেককে বদলি করা হয়েছে। বেশ কয়েকজন পদস্থ অফিসারকেও অন্যত্র বদলি করা হয়েছে।

এর আগে ডিজি পদমর্যাদার অনেককেও বদলি করা হয়েছে। পুরসভা সূত্রের খবর, কলকাতার নাগরিকদের ভালো পরিষেবা দেওয়ার ব্যাপারে দায়বদ্ধ তৃণমূল। তাই পুরভোট মিটে যাওয়ার পরেই দ্রুত মেয়র এবং পুরবোর্ড গঠনের কাজ হয়ে যায়। পুরসভার দাবি, প্রতি শনিবার টক টু মেয়র অনুষ্ঠানটি চালু হওয়ার পর অনেক কাজ হচ্ছে। নাগরিকরা মেয়রকে অভাব অভিযোগ জানানোর সুযোগ পাচ্ছেন। অনেক ক্ষেত্রে মেয়র ওই অনুষ্ঠান থেকেই সমস্যা সমাধানের উপায় বাতলে দিচ্ছেন, অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। এর ফলে কর্মচারী এবং অফিসাররা চাপের মধ্যে থাকছেন।

এদিন মেয়র ইঙ্গিত দেন, দরকার হলে আরও রদবদল হবে।

আরও পড়ুন: J&K Encounter: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, অনন্তনাগে খতম ২ সন্ত্রাসবাদী

RELATED ARTICLES

Most Popular