Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতানির্মলের শপথে জটিলতা কাটল না, রাজ্যপালকে চিঠি পরিষদীয় মন্ত্রীর

নির্মলের শপথে জটিলতা কাটল না, রাজ্যপালকে চিঠি পরিষদীয় মন্ত্রীর

মুখ্যমন্ত্রীর নির্দেশেই চিঠি, জানালেন শোভনদেব

Follow Us :

কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশে ধূপগুড়ির বিধায়কের শপথ নিয়ে সোমবার রাজ্যপালকে চিঠি পাঠালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার আগে এদিন তিনি বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথের ব্যাপারে স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকার সঙ্গেও বৈঠক করেন। সূত্রের খবর, রবিবার রাতেই শোভনদেবের কথা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারপর সোমবার তিনি নবান্নে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। শেষে চিঠি পাঠান রাজভবনে।

ওই চিঠিতে রাজ্যপালের উদ্দেশ্যে মন্ত্রীর বন্তব্য, দরকার হলে আপনি শপথগ্রহণের জন্য স্পিকারকে অনুমতি দিন। এতদিন হয়ে গেল, তাও ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ হচ্ছে না। এর ফলে এলাকার বাসিন্দারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই যে তিনি এই চিঠি পাঠিয়েছেন, মন্ত্রী সে কথাও উল্লেখ করেন।

আরও পড়ুন: বিজেপির সঙ্গত্যাগ এডিএমকে-র, ভোটে একলা লড়বে

প্রায় দু’সপ্তাহ পেড়িয়ে গেলেও এদিন পর্যন্ত ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক নির্মলের শপথগ্রহণ হয়নি। এর আগে পরিষদীয় মন্ত্রী একাধিকবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দেন। মন্ত্রীর অভিযোগ রাজ্যপাল সেসবের কোনও জবাব দেননি। উল্টে রাজভবন থেকে সরাসরি বিধায়ককে ফোন করে শনিবার রাজভবনে শপথ হবে বলে জানানো হয়। কিন্তু সেদিনই মন্ত্রী স্পষ্ট জানান, শনিবার শপথ গ্রহণ সম্ভব নয়। দলের নির্দেশেই বিধায়ক ধূপগুড়ি থেকে কলকাতায় আসেননি।

মঙ্গলবার রাজ্যপালের বিদেশে যাওয়ার কথা ছিল। সেই কারণেই পরিষদীয় মন্ত্রী চেয়েছিলেন, রাজ্যপাল বিদেশে যাওয়ার আগে শপথগ্রহণ পর্ব মিটে যাক। কিন্তু সোমবার বিকেলে রাজ্যপাল তাঁর বিদেশ সফর বাতিলের কথা ঘোষণা করেন। এই অবস্থায় বিধানসভার সচিবালয়ের আশা, এবার হয়তো দু’একদিনের মধ্যে বিধায়কের শপথ গ্রহণ পর্ব মিটবে। যদিও শাসকদলের এক নেতা বলেন, রাজ্যপাল না আঁচালে কিছুই বিশ্বাস নেই।

RELATED ARTICLES

Most Popular