Placeholder canvas

Placeholder canvas
HomeদেশMP election 2023 | কর্নাটকের মতো মধ্যপ্রদেশেও ভেঙে পড়বে বিজেপির তাসের ঘর,...

MP election 2023 | কর্নাটকের মতো মধ্যপ্রদেশেও ভেঙে পড়বে বিজেপির তাসের ঘর, দাবি কংগ্রেসের

Follow Us :

ভোপাল: সঙ্ঘ মুখপত্র ‘অর্গানাইজার’এ আসন্ন লোকসভা ও বিধানসভা ভোটে বিজেপি প্রসঙ্গে যে সতর্কতাবাণী দেওয়া হয়েছে, তাতে উল্লসিত মধ্যপ্রদেশ কংগ্রেস। কর্নাটকের মতো দল ভাঙিয়ে কংগ্রেসের সরকার ফেলে দিয়ে ক্ষমতায় আসা বিজেপি এবার হারতে চলেছে বলে অধিকাংশ জনমত সমীক্ষা বলছে। কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডলে এইসব সমীক্ষার কথা তুলে ধরে দাবি করা হয়েছে, আগামী ভোটে তারাই ক্ষমতায় ফিরছে। কংগ্রেসের পোস্টে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সমীক্ষার কথাও তুলে ধরা হয়েছে। কংগ্রেসের দাবি, সব সমীক্ষাতেই রাজ্যে তাদের জয় নিশ্চিত বলে দেখানো হয়েছে।

২৩০ সদস্য বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভার ভোট এই বছরের শেষাশেষি। কংগ্রেসের কথায়, ভোট পূর্ববর্তী বেশ কয়েকটি সমীক্ষা বলছে, তারাই ক্ষমতায় ফিরছে। অপরপক্ষে শাসকদল বিজেপির আসন সংখ্যা ৫৫তেও নেমে যেতে পারে। পোস্টে বলা হয়েছে, বরিষ্ঠ নেতা কমল নাথের সুশাসনে কংগ্রেস সরকার চলছিল ১৫ মাস ধরে। এই ১৫ মাসে সরকার যা করেছে তাই কংগ্রেসের পুঁজি। আমরা সেই উন্নয়নের ঝুলি নিয়ে মানুষের দরজায় হাজির হব।

আরও পড়ুন: Ajmer 92 | আজমির-৯২ ছবি নিয়ে বিতর্কের কালো মেঘ, নিষিদ্ধ করার দাবি মুসলিম সংগঠনের

কংগ্রেসের দাবি, বিজেপির ১৮ বছরের অপশাসন ও মিথ্যা প্রতিশ্রুতি সাধারণ মানুষের মনে পরিবর্তনের হাওয়া তুলেছে। গত ৫ মাসে ৬টি পৃথক জনমত সমীক্ষা হয়েছে। প্রতিটি সমীক্ষা বলছে, বিজেপির আসন সংখ্যা ধীরে ধীরে তলানিতে ঠেকছে। শুধু তাই নয়, বিজেপি-র সমীক্ষাতেও দলের আনুমানিক ফল খুবই খারাপ।

উল্লেখ্য, ২০১৮ সালের বিধানসভা ভোটের পর কংগ্রেস সরকার গঠন করলেও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ভাঙিয়ে বিজেপিতে যোগ দিলে কমল নাথের সরকার পতন হয়। এরপর বিজেপির শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রী করে সরকার গঠন করে গেরুয়া শিবির।

কংগ্রেসের মতে, এইসব সমীক্ষায় বিজেপির অন্দরে উদ্বেগ-উৎকণ্ঠা শুরু হয়েছে। এমনকী ৬০ শতাংশ বিজেপি বিধায়ক এবার টিকিট পাবেন না বলেও ইঙ্গিত মিলছে। ফলে দলে দলে বিজেপি নেতা কংগ্রেসে যোগ দেবেন বলে দলের অনুমান। টুইটার পোস্টে কংগ্রেস ৬টি সমীক্ষার কথা তুলে ধরেছে।

এ বছরের জানুয়ারিতে সঙ্ঘের এক সমীক্ষা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। যেখানে মধ্যপ্রদেশে বিজেপিকে ১০৩টি আসন দেওয়া হয়। ফেব্রুয়ারিতে কংগ্রেসের একটি সমীক্ষায় ধরা পড়ে বিজেপি মেরেকেটে ৯৫টি আসন পেতে পারে। পরের মাসে গোয়েন্দা সংস্থার একটি গোপন সমীক্ষা ফাঁস হয়ে যায়। যেখানে বিজেপির পকেটে ৮০-র কম আসন যাওয়ার তথ্য দেওয়া হয়েছে। এপ্রিলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সমীক্ষায় দেখা যাচ্ছে, বিজেপি ৭০টি আসনে জেতার অবস্থায় রয়েছে।

পাশাপাশি মে মাসে একটি অনলাইন ডিজিটালের সমীক্ষায় বিজেপির ঘরে ৬৫টি আসনে জেতার সম্ভাবনার কথা বলা হয়। ঠিক তার পরের মাসেই অন্য একটি জনমত সমীক্ষায় বিজেপি ৫৫টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে। এই সমীক্ষাগুলির তথ্য তুলে ধরে কংগ্রেসের বক্তব্য, বিজেপি শিবির এতে ভেঙে পড়েছে। তাদের মধ্যে হতাশা গ্রাস করছে। উল্টোদিকে কংগ্রেসের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিজেপির অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে। এটা পরিষ্কার যে, বিজেপির আসন সংখ্যা ৫০-এর নীচে নেমে যাবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Cyclone Remal Live Updates | রেমালের পদধ্বনি, বাঁধ ভাঙলো ইছামতির
00:00
Video thumbnail
Mamata Banerjee | কেমন হল নন্দীগ্রামের ভোট? শুনুন কী বলছেন মমতা
00:00
Video thumbnail
Mamata Banerjee | কেন টিকিট পেলেন না মিমি? বলে দিলেন খোদ মমতা
00:00
Video thumbnail
Cyclone Remal Live Updates | ‘রেমাল’ নিয়ে বিরাট আপডেট, কলকাতা টিভি’কে কী জানাল হাওয়া অফিস?
00:00
Video thumbnail
Mamata Banerjee | প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে ‘রেমাল’, মুখ্যমন্ত্রী কী বললেন দেখে নিন
00:00
Video thumbnail
Cyclone Remal Live Updates | ‘রেমাল’ নিয়ে বিরাট আপডেট, কলকাতা টিভি’কে কী জানাল হাওয়া অফিস?
06:31
Video thumbnail
Cyclone Remal Live Updates | বঙ্গোপসাগরের উত্তর দিকে ১৬ কিমি/ঘণ্টা বেগে এগোচ্ছে ‘রেমাল’
06:06
Video thumbnail
Cyclone Remal LIVE Update | তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল, শক্তি বাড়ছে, সঙ্গে গতিও
04:06
Video thumbnail
Cyclone Remal Live Updates | আমফান-আয়লার ভয়াবহ স্মৃতি কি ফিরবে?
03:21
Video thumbnail
Cyclone Remal Live Updates | ‘রেমাল’ নিয়ে বিরাট আপডেট, কলকাতা টিভি’কে কী জানাল হাওয়া অফিস?
07:17