Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যHigh Court DA: জানুয়ারির আগে বিদ্যুৎ সংস্থার কর্মীদের ডিএ-র বকেয়া মেটাতে নির্দেশ...

High Court DA: জানুয়ারির আগে বিদ্যুৎ সংস্থার কর্মীদের ডিএ-র বকেয়া মেটাতে নির্দেশ হাইকোর্টের

Follow Us :

কলকাতা: বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘভাতার (DA) সবটা এখনও না মেটানোয় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট (High Court)। বকেয়া সব টাকা এখনও না মেটানোর অভিযোগ শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে উত্থাপন করেন কর্মীদের আইনজীবী সৌম্য মজুমদার।  উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Saumendranath Mukhopadhyay)। অ্যাডভোকেট জেনারেল (Advocate General) বলেন, আমরা বকেয়া মেটানো নিয়ে আগের রায়ের রিভিউ (Review) চেয়ে আবেদন করেছি। আগামী ১৪ ডিসেম্বর তার শুনানি হবে।
 এই বিষয়ে বিচারপতি (Justice) বলেন, রিভিউ পিটিশন (Review Pettition) করলেই সব টাকা মেটানোর নির্দেশ কার্যকর না করার সুযোগ জন্মায় না। আদালতের (Court) স্পষ্ট নির্দেশ, আগের বকেয়া মেটাতেই হবে। ১৪ ডিসেম্বরের পরিবর্তে, ছয় জানুয়ারি রিভিউ মামলার শুনানি করবে আদালত। তার আগে মেটাতে হবে বকেয়া পুরনো ডিএ-র টাকা।

 আরও পড়ুন: Naoda: নওদার ব্যাগে বোমাই ছিল, এবার মিলল হরিহরপাড়ায় 
  এরপরই বিচারপতি বলেন, আমি আপনার বিড়ম্বনা বাড়াতে চাই না। তাই লিখিত ভাবে নতুন অর্ডার দিলাম। ডিএ কর্মীদের অধিকার। দয়া নয়, এটা এখন স্পষ্ট। আর কর্মীরা আছে বলে প্রতিষ্ঠান আছে। না হলে কোথায় থাকতো প্রতিষ্ঠান। এটা চলতে পারে না। নির্দেশ কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্ট এই ডিএ মেটানো নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে। অ্যাডভোকেট জেনারেল বলেন, এজন্য ৫১০ কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি। বিচারপতি বলেন, ব্যাপারটা এড়িয়ে যাওয়া যাবে না। যদি বিচার ব্যবস্থায় ভরসা না থাকে তাহলে অন্য কথা।  কিন্তু, কর্মীদের বঞ্চিত করা যাবে না। এটা তাদের কষ্টের দাম। কতদিন এই ভাবে বঞ্চিত থাকবেন তাঁরা। আগে ১৪ ডিসেম্বর রিভিউ শুনানি ছিল। সেটা পিছিয়ে দিলাম। কিন্তু, এর মধ্যে আগের নির্দেশ কার্যকর করতে হবে।

RELATED ARTICLES

Most Popular