Placeholder canvas

Placeholder canvas
HomeদেশOdisha Health Minister: এএসআইয়ের হাতে গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস,  অস্ত্রোপচারেরও সম্ভাবনা

Odisha Health Minister: এএসআইয়ের হাতে গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস,  অস্ত্রোপচারেরও সম্ভাবনা

Follow Us :

ভুবনেশ্বর: ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেডি (BJD) বিধায়ক নবকিশোর দাসকে (Odisha Health Minister Naba Das)  নিশানা করে বুকে গুলি। গুরুতর অবস্তায় প্রথমে তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে বিমানে করে ভুবনেশ্বরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, অস্ত্রোপচারেরও সম্ভাবনা রয়েছে মন্ত্রীর।  

জানা গিয়েছে, রবিবার সকালে দলীয় একটি কার্যালয়ের উদ্বোধন কর্মসূচিতে যোগ দিতে যান ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানূষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন সেখানেই দায়িত্বে ছিল ওই পুলিশ কর্মী। মন্ত্রী গাড়ি থেকে নামার সময়ই নিজের সার্ভিস গান দিয়ে গুলি করে সে।  দু রাউন্ডের মতো গুলি চালান হয় বলে জানা গিয়েছে। গুলি লাগার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অভিযুক্ত এএসআই (ASI) গোপাল দাসকে(Gopal Das) স্থানীয় জনতা ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । 

আরও পড়ুন: kolkata-Lucknow Flight: কলকাতা-লখনউগামী বিমানের জরুরি অবতরণ 

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত গোপাল দাসকে দফায় দফায় জেরা করা হচ্ছে। তবে কী কারণে তিনি গুলি চালাল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। পাশাপাশি মন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। 

প্রকাশ্যে স্বাস্থ্যমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ওড়িশা সরকার। ঘটনার তদন্তভার ইতিমধ্য  ক্রাইম ব্রাঞ্চের (Crime Branch) হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Odisha CM Naveen Patnaik)।

RELATED ARTICLES

Most Popular