Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যআজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

একাধিক প্রশাসনিক কর্মসূচিতে ফের উত্তরবঙ্গ সফরে মমতা

Follow Us :

কলকাতা: ২৪-এর লোকসভা নির্বাচনকে (Lok Sabha elections) সামনে রেখে দলের সাংগঠনিক কার্যকলাপ শুরু করে দিয়েছেন তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সমান্তরাল ভাবে শুরু করেছেন জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক। বুধবার পূর্ব বর্ধমানে সভা করেছেন তিনি। এবার একাধিক প্রশাসনিক কর্মসূচিতে রবিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো।

আজ উত্তরবঙ্গ সফরে (North Bengal Visit) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে পৌঁছে সেখানেই তিনি রাত্রিবাস করবেন। সোমবার যোগ দেবেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। তারপর কোচবিহার থেকে যাবেন উত্তরকন্যায়। এই দফায় উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি মুর্শিদাবাদ এবং নদিয়াতেও প্রশাসনিক কর্মসূচিতে যাওয়ার কথা আছে মমতার। বেশ কিছু প্রকল্প উদ্বোধন এবং জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন বলেও সূত্রের খবর। সরকারি প্রকল্প উত্তরবঙ্গের মানুষজন সবাই পেয়েছে কিনা সেটাও সরেজমিনে খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন।

আরও পড়ুন: রামমন্দির বা মোদিজি থাকলেই বিজেপির জয় হবেনা, বিস্ফোরক অনুপম

প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বর মাসে সাতদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন একাধিক জেলায় প্রশাসনিক বৈঠক ও সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেন। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলায় যান মুখ্যমন্ত্রী। এবার উত্তরবঙ্গ সফরে কী বলেন তৃণমূল সুপ্রিমো, সে দিকে নজর থাকবে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular