কলকাতা: জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভালোবাসার মরশুমেও বৃষ্টি ভ্রুকুটি (Weather Update)। হাওয়া অফিস জানাচ্ছে, সরস্বতী পুজোয় (Saraswati Puja 2024) বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের (South Bangal) অধিকাংশ জেলায়। মৌসম ভবন সূত্রে খবর, আপাতত দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জেরেই মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কয়েকটি জেলায়।
আরও পড়ুন: আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পর জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। বুধবার পর্যন্ত হালকা শীতের আমেজ থাকলেও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। আগামী ১৬ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী কয়েকদিন কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।
আরও খবর দেখুন