Placeholder canvas
Homeলাইফস্টাইলশীতে ত্বকের যত্ন নিতে ভরসা রাখুন কমলালেবুর খোসাতেই

শীতে ত্বকের যত্ন নিতে ভরসা রাখুন কমলালেবুর খোসাতেই

ট্যান তুলে ত্বক উজ্জ্বল করতে কমলালেবুর তুলনা হয়না

কলকাতা: পুজো শেষ হতেই শীত শীত ভাব জানান দিতে শুরু করেছে। আর এইসময় ত্বকের (Skin) যত্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময় ত্বক বেশি স্পর্শকাতর, খসখসে ও প্রাণহীন হয়ে পড়ে। তখনই প্রয়োজন হয় ত্বকের বিশেষ যত্নের। শীতের দিনে ত্বকের যত্নে খুব ভাল কাজ করে কমলালেবুর খোসা (Orange Peel)। এই সময় বাজারে প্রচুর পরিমাণ লেবুও পাওয়া যায়। এই লেবুর খোসা ফেলে না দিয়ে এই সব উপায়ে কাজে লাগান রূপচর্চাতে। জেনে নিন কমলালেবুর খোসা আপনার কী কী কাজে আসতে পারে।

১) কমলালেবুর খোসাতে থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। যা মুখে হওয়া ব্রণর বিরুদ্ধে কাজ করে মুখকে ব্রণ মুক্ত করে তোলে। একটি গোটা কমলার খোসা ১ কাপ জলে সিদ্ধ করে নিয়ে সেই জল মুখ ধোয়ার কাজে ব্যবহার করুন।

২) ত্বকে তেলের ভারসাম্য বজায় রাখতে এবং ত্বককে মসৃণ, নরম করে তুলতে কমলালেবুর খোসার কোনও বিকল্প নেই। তবে কমলার খোসা সরাসরি ত্বকে প্রয়োগ করা যায় না। তাতে হিতে বিপরীত হতে পারে। ত্বকের জন্য তাজা কমলার খোসার সঙ্গে মুসুরের ডাল বেটে নিন। বেটে মিশ্রণটি নিয়মিত ত্বকে লাগান। এতে ত্বক মসৃণ তো হবেই, মুখের দাগও দূর হবে।

আরও পড়ুন: রান্নার পর স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায় এই সবজিগুলোর

৩) ট্যান তুলে ত্বক উজ্জ্বল করতে কমলালেবুর তুলনা হয়না। দুই টেবিল চামচ কমলার খোসা গুঁড়ো, কয়েক ফোঁটা লেবুর রস, এক টেবিল চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সারা মুখে ভাল করে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। মাসে ৩ থেকে ৪ বার করলে ভাল ফল পাবেন।

৫) ত্বকের শুষ্কতা থেকে বাঁচতে কমলার খোসা ও টক দই প্যাক হিসাবে ব্যবহার করুন। টক দই এক টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়োরসঙ্গে মিশিয়ে গোটা মুখে লাগান। ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

দেখুন আরও অন্য খবর:

Colour Bar | কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার এক মঞ্চে শাহরুখ-সলমান

RELATED ARTICLES

Most Popular

Recent Comments