Placeholder canvas

Placeholder canvas
HomeBaleswar Train Accident | বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার ৩
Array

Baleswar Train Accident | বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার ৩

Follow Us :

বালেশ্বর: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার রেলের ৩ আধিকারিক। তাঁরা হলেন, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মহন্ত, সেকশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির খান এবং  টেকনিশিয়ান পাপ্পু কুমার। সিবিআইয়ের দাবি করা হয়েছে, তাদের কাজকর্মের জেরেই দুর্ঘটনা হয়েছিল। ওই তিনজনকেই ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ২০১ ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে এই তিন রেল আধিকারিকের গ্রেফতারির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রেলের অন্দরে।

আরও পড়ুন: Tamim Iqbal | অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার, নাটকীয় প্রত্যাবর্তন তামিম ইকবালের!

প্রসঙ্গত গত ২ জুন। বাহানগা বাজার স্টেশন পেরিয়ে মেন লাইনের পরিবর্তে লুপ লাইনে ঢুকে গিয়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস (গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটারের বেশি ছিল)। যে লুপ লাইনে আগে থেকেই দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। ওই মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডলের একাধিক কোচ। ছিটকে পড়ে অন্য লাইনে। সেইসময় উলটো দিকের লাইন দিয়ে আসছিল ডাউন SMVT বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। করমণ্ডলের কোচে ধাক্কা মেরে হাওড়াগামী ট্রেনের কয়েকটি কোচও লাইনচ্যুত হয়ে যায়। সেই ঘটনায় সার্বিকভাবে প্রায় ২৮৮ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছেন ১,০০০ জনের বেশি।

RELATED ARTICLES

Most Popular