Placeholder canvas

Placeholder canvas
Homeদেশঅ্যাম্বুলেন্স অমিল, দেহ নিয়ে বাইক ছুটল ১৫ কিলোমিটার

অ্যাম্বুলেন্স অমিল, দেহ নিয়ে বাইক ছুটল ১৫ কিলোমিটার

Follow Us :

মধ্যপ্রদেশ: অ্যাম্বুলেন্স (Ambulance) অমিল, দেহ নিয়ে বাইক ছুটল ১৫ কিলোমিটার । সম্প্রতি একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, এক নাতি তাঁর দাদুর (Grandfather) মৃত্যুর পর অ্যাম্বুলেন্স না পাওয়ায় মৃতদেহটি বাইকে করে ১৫ কিলোমিটার নিয়ে যাচ্ছে। ঘটনাটি মধ্যপ্রদেশের শাহদোল জেলায়। স্বাস্থ্য দফতরের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে এখানকার জেলা হাসপাতালে। হাসপাতালে অ্যাম্বুলেন্স না থাকায় এক নাতির সঙ্গে এই অমানবিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুরওয়ারের বাসিন্দা লুলাইয়া বাগা (৫৬) শাহদোল জেলার হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই বৃদ্ধের দাবি, চিকিৎসার গাফিলতিতে তাঁর দাদুর মৃত্যু হয়েছে। যেহেতু তাঁদের গ্রাম ধুরওয়ার জেলা হাসপাতাল থেকে ১৫ কিলোমিটার দূরে। তাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সের দাবি করেছিলেন তাঁরা। কিন্তু, হাসপাতালের তরফে কোনো শববাহী যানেরও ব্যবস্থা করা হয়নি। অবশেষে বাইকে করে দাদুর মৃতদেহ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই যুবক।

আরও পড়ুন: চীনে ‘ওয়াকিং নিউমোনিয়া’, সতর্কতা জারি কেন্দ্রের

হাসপাতালের বাইরে এই লজ্জাজনক আচরণ দেখেছেন অন্যান্য রোগীরা। প্রবীণ নাগরিকের মৃতদেহ স্ট্রেচারে করে আনা হয়। এরপর বাইকে বসে স্বজনদের সহায়তা নেন নাতি। স্বজনরা কোনওমতে দেহটি বাইকে তুলে দেন। দেহটি যাতে পড়ে না যায় সেজন্য পিঠে চাদর দিয়ে বাঁধা ছিল। এই বিষয়ে জেলা হাসপাতালের কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হলে তারা কোনও প্রতিক্রিয়া দেননি। জেলা প্রশাসনও কিছু বলতে রাজি হয়নি।

দেখুন আরও অন্য খবর

RELATED ARTICLES

Most Popular