Placeholder canvas

Placeholder canvas
Homeদেশমিজোরাম-অসম সীমানায় সংঘর্ষ, প্রাণ গেল ৫ পুলিশকর্মীর

মিজোরাম-অসম সীমানায় সংঘর্ষ, প্রাণ গেল ৫ পুলিশকর্মীর

Follow Us :

গুয়াহাটি: ভারত-পাকিস্তান, ভারত-চীন বিবাদের কথা মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে। দুই দেশের সঙ্গে ভারতের সংঘর্ষের ঘটনাও বিরল নয়। কিন্তু দেশের দুই পড়শি রাজ্যের মধ্যে বিবাদ! এই ঘটনা খুবই বিরল। সোমবার এমনই ঘটনা ঘটল দেশের উত্তর-পূর্বে। দুই পড়শি রাজ্যের সংঘর্ষে প্রাণ গেল ৫ পুলিশকর্মীর। অসমের কাছার জেলার লায়লাপুরের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে জুন মাসেও সীমানা নিয়ে বিবাদে জড়িয়েছিল দুই রাজ্য।

আরও পড়ুন: বিকেলে মোদি, দুপুরে কংগ্রেসের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক মমতার

সংঘর্ষের ঘটনায় ৩-৪ জন সাধারণ বাসিন্দা-সহ আহত হয়েছেন অন্তত ৪০ জন। শিলচর মেডিক্যাল কলেজের আহতদের দেখতে এসে একথা জানিয়েছেন অসমের বিজেপি বিধায়ক কৌশিক রাই। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পুরো বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সংবিধান স্বীকৃত অসম-মিজোরাম সীমানা রক্ষার সময় অসমের পুলিশের ছ’জন বীর জওয়ান নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।’

ট্যুইটে একটি ভিডিও আপলোড করে হিমন্ত দাবি করেছেন, অসম পুলিশের ৫ কর্মীকে হত্যা করে উল্লাস প্রকাশ করছে মিজোরাম পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রাজ্যের ভূখণ্ডের মধ্যে একটি ছাউনি তৈরি করছিল অসম পুলিশ। এই ঘটনা থেকেই উত্তেজনার সৃষ্টি। কী কারণে ছাউনি বানানো হচ্ছে, তা জানতে চেয়ে জড়ো হয়ে যান হাজার-হাজার মানুষ। সমস্যা মেটাতে অসম এবং মিজোরাম পুলিশ আলোচনা শুরু করে।

আরও পড়ুন: অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার

অভিযোগ, আলোচনার চলাকালীন মিজোরামের বাসিন্দাদের একাংশ পাথর ছুড়তে শুরু করেন। পাল্টা পাথর ছোড়েন অসমের একদল ব্যক্তিও। রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। প্রশাসন এবং পুলিশের শীর্ষকর্তারা এলাকায় পৌঁছালেও পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। টিয়ার গ্যাসর শেল এবং এয়ারগানের গুলিও ছোড়া হয়।

পুলিশ সূত্রে খবর, দু’পক্ষেরই একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। অসম সরকারের অভিযোগ, বিনা প্ররোচনায় মিজো-বাহিনী হামলা চালায় অসম পুলিশের কর্মীদের ওপর। মিজোরামের তরফে বিবৃতি জারি করে অসম পুলিশের বিরুদ্ধে দায় চাপানো হয়েছে।

আরও পড়ুন: রুম নম্বর ২০২, মঙ্গলবার থেকে অতিরিক্ত পুলিশ সুপারের চেয়ারে চানু

RELATED ARTICLES

Most Popular