Placeholder canvas

Placeholder canvas
Homeদেশকাবুলে নিখোঁজ বাঁশরি লাল আন্দেকে খুঁজে বেরাচ্ছে বিদেশমন্ত্রক

কাবুলে নিখোঁজ বাঁশরি লাল আন্দেকে খুঁজে বেরাচ্ছে বিদেশমন্ত্রক

Follow Us :

নয়াদিল্লি: ভারতীয় বংশজাত আফগান নাগরিক বাঁশরি লাল আন্দেকে (Bansri Lal Arendeh) অপহরণ করেছে তালিবান (Taliban)৷ খবর দিল্লিতে পৌঁছনো মাত্র তাঁর খোঁজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (MEA Spokesperson Arindam Bagchi) বলেন, ‘আমরা পরিস্থিতির উপর নজর রাখছি৷ স্থানীয় রিপোর্ট থেকে জানতে পেরেছি স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে৷’

আরও পড়ুন: দুয়ারে উত্তর প্রদেশ ভোট, পেট্রোল-ডিজেলে GST চালু করে দাম কমাতে পারে কেন্দ্র

আন্দের পরিবার থাকে ফরিদাবাদে (Faridabad)৷ কিন্তু গত দু’দশক ধরে কাবুলই আন্দের দেশ৷ সেখানে তাঁর ওষুধের দোকান রয়েছে৷ গত মঙ্গলবার সকালে মাথায় বন্দুক ঠেকিয়ে ভারতীয় বংশজাত এই ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে জঙ্গিরা৷ যতদূর জানা গিয়েছে, দোকানে যাওয়ার পথে তাঁকে অপহরণ করে নিয়ে যায় তালিবান৷

ভারতে এই খবর পৌঁছনো মাত্র তাঁকে খুঁজতে শুরু করে বিদেশমন্ত্রক৷ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছে তারা৷ কিন্তু এখনও পর্যন্ত বাঁশরি লাল আন্দের কোনও হদিশ মেলেনি৷ ভারত সরকারের তরফ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে৷ কিন্তু তালিবান সরকারের কোনও হেলদোল দেখা যায়নি৷

আরও পড়ুন: ফ্রান্সের হামলায় সাহারা মরুভূমিতে নিকেশ আইএস প্রধান

এই ঘটনার সূত্র ধরে উঠে আসে আফগানিস্তানে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং আফগানদের নিরাপত্তার বিষয়টি৷ অরিন্দম বাগচি জানান, কাবুল এয়ারপোর্টে উড়ান ওঠা-নামা শুরু না হলে তাদের উদ্ধার করা খুব কঠিন৷ হামিদ কারজাই বিমানবন্দর চালু হলেই ভারত আবার উদ্ধারকার্য শুরু করবে৷ তখন আটকে পড়া বাকিদেরও দেশে ফিরিয়ে আনা সহজ হবে৷

RELATED ARTICLES

Most Popular