Placeholder canvas

Placeholder canvas
HomeদেশNavjot Singh Sidhu: মনোনয়ন পেশ সিধুর, বোনের অভিযোগ ঘিরে বিতর্ক

Navjot Singh Sidhu: মনোনয়ন পেশ সিধুর, বোনের অভিযোগ ঘিরে বিতর্ক

Follow Us :

অমৃতসর: পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu ) শনিবার পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন (fiels nomination)। অমৃতসর পূর্ব আসন থেকে  লড়বেন তিনি। শুক্রবারই সিধু টুইটে জানিয়ে ছিলেন, শনিবার সকাল ১১টা নাগাদ তিনি মনোনয়নপত্র পেশ করবেন (punjab polls 2022)।

প্রদেশ কংগ্রেস সভাপতি সিধু ওই কেন্দ্রেরই বর্তমান বিধায়ক। এই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে লড়াই করছেন শিরোমণি অকালি দলের প্রার্থী প্রাক্তন মন্ত্রী বিক্রম সিং মাজিথিয়া। তিনি অবশ্য শুক্রবারেই মনোনয়নপত্র জমা  দিয়েছেন।

এরই মধ্যে ভোটের মুখে সিধুকে কেন্দ্র করে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন তাঁর বোন সুমন তুর। সুদুর আমেরিকায় বসে সুমন অভিযোগ করেন, ১৯৮৬ সালে বাবার মৃত্যুর পর দাদা মাকে দেখভাল করেননি। তিনি মাকে পরিত্যাগ করেছিলেন। পরে একরকম নিঃস্ব ও অবহেলিত অবস্থায় মা দিল্লি রেল স্টেশনে মারা যান। সুমন দাদাকে একজন নিষ্ঠুর ব্যক্তি বলেও কটাক্ষ করেন।

আরও পড়ুন: BJP Assets: দেশের ধনী দল বিজেপি, সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৮০০ কোটি

বোনের অভিযোগ নিয়ে হইচই শুরু হতেই আসরে নেমেছেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু। তিনি বলেন, ওই মহিলাকে আমরা চিনি না। সিধুর বাবার প্রথম পক্ষের স্ত্রীর দু’টি মেয়ে ছিল। আমরা তাদের সম্পর্কে কিছু জানি না। ওই মহিলা কে, কেন তিনি এসব বলছেন, তাও জানি না। সিধুর স্ত্রীর দাবি, মহিলা মিথ্যে কথা বলছেন।

 

বলা বাহুল্য, বিরোধীরা প্রচারে নেমে সিধুর বোনের অভিযোগকে হাতিয়ার করবে। ইতি মধ্যেই সিধুর সঙ্গে পাক প্রেসিডেন্ট ইমরান খানের ঘনিষ্ট সম্পর্ক নিয়ে বিজেপি প্রচার চালাচ্ছে। কংগ্রেসের অন্দরেও চলছে নানা চোরাস্রোত। সিধুর সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির সম্পর্কও খুবই খারাপ। দু’জনেই মুখ্যমন্ত্রীর মুখের দাবিদার। এখনও পর্যন্ত কংগ্রেস হাই কমান্ড কাউকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে সামনে আনেনি। সম্প্রতি রাহুল গান্ধীর উপস্থিতিতে এক জমায়েতে সিধু এবং চন্নি দু’জনেই দাবি করেন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, তা ঘোষণা করতে হবে। রাহুল অবশ্য সেই বিতর্ক এড়িয়ে গিয়েছেন।

 

 

 

.

RELATED ARTICLES

Most Popular