Placeholder canvas

Placeholder canvas
HomeScrollCongress-Prashant Kishor: গুজরাতে কংগ্রেসের হয়ে কাজ করতে চান পিকে

Congress-Prashant Kishor: গুজরাতে কংগ্রেসের হয়ে কাজ করতে চান পিকে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ২০২৪ এ কেন্দ্র থেকে বিজেপিকে হারানোই লক্ষ্য বিরোধীদের। চলতি বছরের শেষে গুজরাতের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে মোদির নিজের ঘরেই বিজেপিকে হারাতে চান ভোট কুশলী প্রশান্ত কিশোর। আর সেই লক্ষ্যেই কংগ্রেসকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন প্রশান্ত। সূত্রের খবর, গুজরাতে কংগ্রেসকে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন পিকে। এ ব্যাপারে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে।
গুজরাতে টানা ২৭ বছর ক্ষমতায় রয়েছে বিজেপি। সেইসঙ্গে সে রাজ্যে বিরোধী প্রভাব অনেকটাই বেড়েছে। এমনকি মাঝপথে মুখ্যমন্ত্রী পদে বদল আনতে হয়েছে বিজেপিকে। ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে সামান্য ব্যবধানে পরাজিত হয় কংগ্রেস।

আরও পডুন: IIT JAM 2022: বিহারের জেলে বসেই IIT-JAM উত্তীর্ণ সুরজ কুমার, বিজ্ঞানী হতে চান এই মেধাবী

এর আগে বেশ কয়েকবার পিকের সঙ্গে কংগ্রেসের বৈঠক হয়। তবে শেষপর্যন্ত দু’পক্ষের একসঙ্গে কাজ করা হয়নি। শেষ পর্যায় ভেস্তে যায় সব কিছু। তবে কংগ্রেস সূত্রের দাবি, শুধুমাত্র গুজরাটের জন্য কংগ্রেসের হয়ে কাজ করার প্রস্তাব দিয়েছেন পিকে এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, এ ব্যাপারে রাহুল গান্ধী গুজরাতে কংগ্রেস নেতৃত্বের কাছে মতামত চেয়েছেন। এমনকী শোনাও যাচ্ছে, গুজরাতের কংগ্রেসের একটা অংশ পিকের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে। অনেকে মনে করছেন, পশ্চিমবঙ্গের তৃণমূলের হয়ে প্রশান্ত কিশোরের সাফল্য, হয়তো গুজরাতে বিজিপিকে হারাতে অনেকটাই সাহায্য করবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধীই এমনটাই মনে করছেন অনেকে।

RELATED ARTICLES

Most Popular