skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeলিডবিহারে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের

বিহারে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের

শপথ নিয়ে কী বলেন নীতীশ কুমার সেদিকেই তাকিয়ে সারা দেশ

Follow Us :

পাটনা: ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। এই নিয়ে নবমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। রবিবার বিকেল ৫টায় বিহারের (Bihar) রাজভবনে শপথ (Sworn in) নেন তিনি। এনডিএ জোটের শরিক হিসেবে এদিন শপথ নিলেন। এদিন ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। লোকসভা ভোটের আগে পাল্টাবাজি নীতীশ কুমারের। বিহারের মহাগাঠবন্ধনের জোট ছেড়ে বিজেপির হাত ধরে সব জল্পনার অবসান ঘটালেন দেশে ইন্ডিয়া জোটের অন্যতম কারিগর।

সব জল্পনার অবসান করে এদিন সকালে ইস্তফা দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। রবিবার সকালে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেন তিনি। তারপর রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা (Resignation) দেন। এদিন তিনি সকাল ১১টা নাগাদ রাজভবনে যান।

আরও পড়ুন: অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে ভোট লড়ার ঘোষণা নওসাদের

রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমি পুরনো জোট ছেড়ে দিয়েছি। এবার নতুন জোট তৈরি করব। আমি মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিয়েছি। রাজ্যপালের কাছে আবেদন করেছি, রাজ্য সরকার ভেঙে দিতে। দলের সবার সঙ্গে ইস্তফা দেওয়া এবং আরজেডির সঙ্গে জোট ভাঙার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরেই সিদ্ধান্ত নিয়েছি।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular