Placeholder canvas

Placeholder canvas
HomeScrollতৃণমূলের কোর কমিটি, বোলপুর শহর জুড়ে নেতাদের ছবি দিয়ে তোরণ

তৃণমূলের কোর কমিটি, বোলপুর শহর জুড়ে নেতাদের ছবি দিয়ে তোরণ

বহুদিন পর ছবিতে ধরা দিলেন অনুব্রত, কেন এই তোরণ, প্রশ্ন নানা মহলে

Follow Us :

বোলপুর: সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বীরভূমের নয় সদস্যের কোর কমিটি (Core Committee of Birbhum) ভেঙে পাঁচ সদস্যের নতুন কমিটি গড়ে দিয়েছেন। সেই কমিটি থেকে বাদ পড়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ (Kajal Sheikh)। নতুন কমিটিতে জায়গা পেয়েছেন মূলত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠরাই। এবার বোলপুর শহর জুড়ে ওই পাঁচ নেতার ছবি, নাম দিয়ে তোরণ লাগানো হল। বিশাল বিশাল সেই তোরণে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্থান পেয়েছে তিহার জেলে বন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত (কেষ্ট) মণ্ডলের ছবিও। গত বছরের অগাস্ট মাসে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে বহুদিন পর্যন্ত জেলার পোস্টারে, ফ্লেক্সে কেষ্টর নাম, ছবি অনুপস্থিত ছিল। তৃণমূল সূত্রের খবর, এই তোরণের মাধ্যমে কেষ্ট গোষ্ঠী বিরোধী গোষ্ঠীকে বুঝিয়ে দিল, এখন থেকে এই পাঁচজনের কোর কমিটিই জেলার সব। আর কেউ কিছু নয়।

দেড় বছর আগে অনুব্রত ধরা পড়ার পর বীরভূমে গিয়ে মমতা বলেছিলেন, বীরভূমটা আমিই দেখব। ববি (ফিরহাদ হাকিম) আমাকে সাহায্য করবে। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কোর কমিটি গঠন করে দেন। সেই কমিটির কলেবর কিছুদিন পর আরও বাড়িয়ে দেন মমতা। কোর কমিটি হয় নয় সদস্যের। সেই কমিটিতে তৃণমূল নেত্রী বরাবরের কেষ্ট বিরোধী কাজল শেখকে ঢুকিয়ে দেন। এতদিন কাজল দলে বেশ কোণঠাসা ছিলেন। কোর কমিটিতে ঢোকার পর থেকেই কাজলের দাপট বাড়তে থাকে। তিনি জেলায় দাপিয়ে বেড়ান। গত পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে কাজলকে টিকিট দেন মমতা। জেতার পর তাঁকে জেলা পরিষদের সভাধিপতি করে দেন তৃণমূল নেত্রী। সভাধিপতি হওয়ার পর আরও দাপট বাড়ে তাঁর। দলের শীর্ষ নেতৃত্বের কাছে জেলার অনেকে তাঁর বিরুদ্ধে রিপোর্টও করেন। দিন কয়েক আগে কালীঘাটের বাড়িতে বীরভূমের নেতা, এবং নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মমতা। সেই বৈঠকেই কোর কমিটি ভেঙে ছোট করা হয়। বাদ পড়েন কাজল। সূত্রের খবর, কাজলকে ধমকও দেন নেত্রী। তিনি তাঁকে বলেন, তোমাকে সারা জেলায় দাপিয়ে বেড়াতে হবে না। সভাধিপতির চেয়ার ছেড়ে তোমাকে কে উঠতে বলেছে।

আরও পড়ুন: রাজ্যের বকেয়া, মমতাকে দিল্লিতে ধরনার প্রস্তাব, সঙ্গে থাকার আশ্বাস

নতুন কমিটিতে আনা হয়েছে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, লাভপুরের বিধায়ক রানা সিংহ, রামপুরহাটের বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং সিউড়ির বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে। ওই বৈঠকে নেত্রী কেষ্টর প্রশংসা করেন। তিনি জানিয়ে দেন, জেল থেকে ছাড়া পেলে ফের তাঁকে দলের দায়িত্ব দেওয়া হবে। এখনও অনুব্রত খাতায় কলমে বীরভূমের জেলা সভাপতি পদে রয়েছেন।

তৃণমূলের অন্দরের খবর, বিরোধী গোষ্ঠীকে বার্তা দিতেই বোলপুর শহর তৃণমূল শহর জুড়ে তোরণ লাগিয়েছে। তার এক পাশে মমতা, অন্য পাশে অভিষেকের ছবি। নীচে দুদিকেই কেষ্টর ছবি। আর রয়েছে কোর কমিটির পাঁচ সদস্যের ছবি। তোরণে লেখা রয়েছে, বীরভূমের নতুন পাঁচ জনের কোর কমিটি গঠন করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নীচে লেখা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে।
ওই তোরণ নিয়ে বোলপুর শহরে হাসিঠাট্টাও শুরু হয়েছে। অনেকেই বলছেন, এটা একান্তই দলের অভ্যন্তরীণ বিষয়। তার সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক কোথায়। কোথায় কীসের কোর কমিটি হল, তাও আমজনতাকে তোরণ তৈরি করে জানিয়ে দিতে হবে, প্রশ্ন শহরবাসীর।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Cyclone Remal Live Updates | সোমবার সকালে রেমাল কোথায়? জানুন বড় আপডেট
00:00
Video thumbnail
Cyclone Remal Live Updates | রেমালের আফটার এফেক্ট, সকালে কী অবস্থা বসিরহাটের?
00:00
Video thumbnail
Cyclone Remal Live Updates | রেমালের আফটার এফেক্ট, রাজ্যজুড়ে কী অবস্থা এখন?
00:00
Video thumbnail
Cyclone Remal Live Updates | সোমবার সকালে রেমাল কোথায়? জানুন বড় আপডেট
03:36
Video thumbnail
Cyclone Remal Live Updates | রেমালের আফটার এফেক্ট, সকালে কী অবস্থা বসিরহাটের?
07:12
Video thumbnail
Cyclone Remal Live Updates | রেমালের আফটার এফেক্ট, রাজ্যজুড়ে কী অবস্থা এখন?
13:37
Video thumbnail
IPL 2024 Final | কলকাতা-হায়দরাবাদ আইপিএল ফাইনালে কি জল ঢালবে বৃষ্টি? ফাইনাল কি ভেস্তে যেতে পারে?
03:14:50
Video thumbnail
Mamata Banerjee | ‘রেমাল’ সতর্কতা, মুখ্যমন্ত্রী কী বললেন দেখে নিন
05:12:05
Video thumbnail
IPL 2024 Final | কলকাতা টিভিতে Exclusive KKR- এর প্রথম আইপিএল জয়ী নায়ক মনবিন্দর সিং বিসলা
01:50:56
Video thumbnail
Belur Math | গঙ্গার জলোচ্ছ্বাস, বেলুড় মঠে মা সারদা ঘাট বন্ধ
01:05:45