রাঁচি: মহানুভবতার নিদর্শন কম দেখাননি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। যত উচ্চতায় পৌঁছে যান না কেন, বরাবর নিজের শিকড় মনে রেখেছেন, যাঁদের সাহায্য পেয়েছেন তাঁদের ভুলে যাননি। আবারও এক দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। বাল্যবন্ধুর খেলাধুলোর সাজ-সরঞ্জামের দোকানের স্টিকার নিজের ব্যাটে লাগালেন ধোনি। তাই দেখে উত্তাল হয়েহে সোশ্যাল মিডিয়া।
আইপিএলের প্রস্তুতি নিতে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (Jharkhand Cricket Association) স্টেডিয়ামে প্র্যাকটিস করছেন ধোনি। নেটে ব্যাট করার সময় দেখা গেল, তাঁর ব্যাটের স্টিকারে লেখা ‘প্রাইম স্পোর্টস’ (Prime Sports)। তাঁর ভক্তেরা দ্রুত খুঁজে বের করেন, এই প্রাইম স্পোর্টস হল ধোনির ছেলেবেলার বন্ধুর খেলাধুলোর সরঞ্জামের দোকান। অর্থাৎ বন্ধুর দোকানের পাবলিসিটি বাড়াতে স্টিকার ব্যাটে সাঁটিয়েছেন তিনি।
আরও পড়ুন: কোথায় দেখা গেল ঈশান কিষানকে? জেনে নিন
Dhoni has “Prime Sports” sticker on his bat
Prime Sports is the name of the shop of his childhood friend . pic.twitter.com/RsaGiDLi7a
— Don Cricket 🏏 (@doncricket_) February 7, 2024
ভারতের সফলতম অধিনায়কের বায়োপিক ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে তাঁর বন্ধুদের দেখানো হয়েছিল যাঁরা তাঁকে ‘ধোনি’ হয়ে উঠতে সাহায্য করেছিলেন। তাঁদের মধ্যে একজনের নাম পরমজিৎ সিং, যাঁর এই প্রাইম স্পোর্টস নামের দোকান। পরমজিৎ কতটা ধোনির পাশে ছিলেন তা সিনেমায় দেখানো হয়েছিল। তারকা হয়ে উপকারী বন্ধুকে ভোলেননি তিনি, সেটা স্পষ্ট।
প্রসঙ্গত, আগামি মাসে শুরু হওয়ার কথা আইপিএল ২০২৪ (IPL 2024)। পাঁচবার এই টুর্নামেন্ট জয়ী অধিনায়ককে সম্ভবত এবারেই শেষবার ব্যাট-গ্লাভস হাতে দেখা যাবে। গতবারই তাঁর অবসরের জল্পনা তুমুল হয়েছিল, বিশেষ করে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলার পর তিনি যেভাবে দর্শকদের দিকে হাত নাড়ান, তাতে মনে হয়েছিল আইপিএলে আর দেখা যাবে না ধোনিকে। কিন্তু পঞ্চমবার ট্রফি জয়ের পর তিনি জানিয়ে দেন, ভক্ত-সমর্থকদের জন্য আরও একবার মাঠে নামবেন তিনি।
দেখুন অন্য খবর: