skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeখেলাম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল, ইসিবিকে পুনরায় ম্যাচ আয়োজনের প্রস্তাব বোর্ডের

ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল, ইসিবিকে পুনরায় ম্যাচ আয়োজনের প্রস্তাব বোর্ডের

Follow Us :

ম্যাঞ্চেস্টার: দীর্ঘ নাটক৷ শুক্রবার সকাল থেকেই ম্যাচ হওয়া, না হওয়া নিয়ে নানান জল্পনা, কথাবার্তা৷ অবশেষে দু পক্ষের সম্মতিতে বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট৷ তবে এখনই সিরিজের ফলাফল ঘোষণা হচ্ছে না৷ ইসিবিকে নতুন করে ম্যাচের সূচি তৈরির জন্য প্রস্তাব বোর্ডের৷

বৃহস্পতিবার ভারতীয় শিবিরের সহকারী ফিজিও করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে৷ ভারতীয় দলের অনুসীলন বাতিল করা হয়৷ টিম হোটেল থেকে বিরাট কোহলিদের বের হতেই নিষেধ করা হয় ইসিবির তরফে৷

ম্যাচ হবে কিনা সেই থেকেই জল্পনা ছিল তুঙ্গে৷ খোদ বোর্ড সভাপতি ম্যাচ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করার পরই ইঙ্গিতটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল৷ যদিও সরকারী ভাবে কেউই কিছু জানায়নি৷

বৃহস্পতিবার রাতে অবশ্য ভারতীয় ক্রিকেটারদের সকলেরই আরটি পিসিআর রিপোর্ট নেগেটিভ আসে৷ তাই ম্যাচ হওয়া নিয়ে একটা আশার আলোও দেখা যায়৷ কিন্তু শেষ পর্যন্ত আর ঝুঁকি নিতে চায়নি দুই বোর্ডের কেউই৷

শুক্রবার সকাল থেকেই দুই বোর্ডের মধ্যে শুরু হয় আলোচনা৷ সহকারী ফিজিওর সংস্পর্শে এসেছেন দলের প্রতিটি ক্রিকেটারই৷ এখন নেগেটিভ এলেও, ম্যাচের মাঝে যদি কেউ ফের আক্রান্ত হয়ে পরে সেক্ষেত্রে সমস্যা আরও বাড়বে বলাই চলে৷

তাই ঝুঁকি না নিয়ে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি এবং বিসিসিআই দুজনেই৷ এই মুহূর্তে সিরিজে ২-১-এ এগিয়ে রয়েছে ভারত৷ তবে সিরিজের ফলাফল এখনই নিশ্চিত হবে না৷ ইসিবিকে পূণরায় এই ম্যাচ

RELATED ARTICLES

Most Popular