Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাদেশ বিশ্বকাপে পৌঁছে গেলেও, সেই খবর জানতেনই না মেসি

দেশ বিশ্বকাপে পৌঁছে গেলেও, সেই খবর জানতেনই না মেসি

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচ| কাতার বিশ্বকাপে পৌঁছতে হলে সেই ম্যাচ জিততেই হত তাঁকে| হিসাবটা এমনই ছিল| কিন্তু নেমারহীন ব্রাজিলের বিরুদ্ধে দলকে জেতাতে পারেননি মেসিও| ম্যাচ ড্র হয়| কিন্তু হিসাব নিকাশেক নীরিখে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায় আর্জেন্তিনা| আর সেই খবরই নাকি জানতেন না লিওনেল মেসি সহ তাঁর অন্যান্য সতীর্থরা| খবরটা পেয়ে খানিকটা অবাকই হয়ে গিয়েছিলেন এল এম টেন|

ব্রাজিলের বিরুদ্ধে জেতার লক্ষ্যে লিওনেল মেসিই ছিলেন আর্জেন্তিনার প্রধান অস্ত্র| কিন্তু সেই ম্যাচে সেভাবে তাঁকে খুঁজে পাওয়াই জায়নি| নেমার না থাকলেও, সেই ম্যাচে মেসি ম্যাজিকও দেখতে পায়নি কেউ| গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয় আর্জেন্তিনাকে|

স্বভাবতই তখন হতাশার সুর মেসি থেকে দি মারিয়া সকলের গলাতেই| ব্যর্থতার ছাপও ছিল মেসির চোখে মুখে স্পষ্ট| বিশ্বকাপে যেতে হলে পরের ম্যাচ জিততেই হবে তাদের| এমন কথাও শোনা গিয়েছিল মেসির মুখে| কিন্তু আর্জেন্তিনার ভাগ্য অতটাও খারাপ ছিল না এদিন| ব্রাজিলের বিরুদ্ধে তারা ড্র করলেও অন্যান্য ম্যাচের ফলাফল আর্জেন্তিনাকে পৌঁছে দেয় বিশ্বকাপের মঞ্চে|

উরুগুয়ের হার| সেইসঙ্গে চিলেকে হারিয়ে দেয় ইকুয়েডর| আর তাতই গ্রুপের রানার্স হিসাবে বিশ্বকাপের টিকিট পাকা করে ফেলে আর্জেন্তিনা| আর ম্যাচ শেষে আর্জেন্তিনা ড্রেসিংরুম পর্যন্ত সেই খবরই পৌঁছতে দেরী হয়| আর অনেক পরে সেই খবর শুনেই খানিকটা হলেও চমকে যান খোদ লিওনেল মেসিই| ড্রয়ের পর যে তাদের বিশ্বকাপের ছাড়পত্র পাকা হয়ে গিয়েছে, তা নিজেই জেনে অবাক হয়ে গিয়েছিলেন এল এম টেন| যদিও পরে খুশিই হন তিনি|

RELATED ARTICLES

Most Popular