Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপ্রোটিয়া আক্রমণের সেই ধার নেই, কেন বললেন সানি  

প্রোটিয়া আক্রমণের সেই ধার নেই, কেন বললেন সানি  

Follow Us :

সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে ভারত (India) কোনওদিন টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার দুই টেস্টের সিরিজে সেই অধরা সাফল্য অর্জনের সুবর্ণ সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটাররাই মনে করছেন, এবার এগিয়ে রোহিত শর্মার দল। প্রথম টেস্টের প্রাক্কালে একই মত কিংবদন্তি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar)। তাঁর মতে প্রোটিয়াদের বোলিং আক্রমণের সেই ধার নেই।

সেই অ্যালান ডোনাল্ড (Alan Donald) থেকে ডেল স্টেন (Dale Steyn) হয়ে কাগিসো রাবাডাদের (Kagiso Rabada) পেস আক্রমণ ভারতের ব্যাটিংকে বারবার ভুগিয়েছে। এমনকী সেওয়াগ, শচীন, দ্রাবিড়, সৌরভ, লক্ষণদের নিয়ে গড়া তারকাখচিত ব্যাটিংও সিরিজ জেতাতে পারেনি। কিন্তু প্রথম টেস্টের আগে চোট সমস্যাট প্রোটিয়া শিবির। আনরিখ নর্খিয়া আগেই ছিটকে গিয়েছিলেন। তারপর অনিশ্চিত হয়ে পড়েন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। অবশেষে দলের এক নম্বর ফাস্ট বোলার রাবাডার খেলা নিয়েও সংশয়ের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ২৪ ডিসেম্বর ভারতের ছেলেদেরও প্রথমবার অজি-বধ!

গাভাসকর বলেন, “ওরা (রোহিত-কোহলি) অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটার, যারা সব জায়গায় খেলে এসেছে। তাই ওরা এই দুই টেস্টে প্রচুর রান করবে, এমনটাই আমার আশা। শুধুমাত্র ওদের প্রতিভা আছে বলে নয়, আমার মনে হয় এবারে আফ্রিকান আক্রমণের সেই ধার নেই।” সানি আরও বলেন, “নর্খিয়া নেই, রাবাডা এবং লুঙ্গিও অনিশ্চিত, এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার আক্রমণ অনভিজ্ঞ দেখাচ্ছে, তবে আমি কিন্তু দক্ষতায় কম বলছি না। তাই আমার মনে হচ্ছে এই দুই ব্যাটার অনেক রান করবে এবং স্কোরবোর্ডে বড় রান খাড়া করবে।”

প্রসঙ্গত, আগামিকাল, মঙ্গলবার সেঞ্চুরিয়নের (Centurion) সুপারস্পোর্ট পার্কে শুরু হচ্ছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ৩ জানুয়ারি। এরপর দেশে ফিরে ম্যারাথন টেস্ট সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে ভারত।

RELATED ARTICLES

Most Popular