Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাওয়াংখেড়েতে সিরিজ জয়ের মঞ্চে রেকর্ড কোহলি, অশ্বিনের

ওয়াংখেড়েতে সিরিজ জয়ের মঞ্চে রেকর্ড কোহলি, অশ্বিনের

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: ওয়াংখেড়েতে ইতিহাস গড়েছেন বিরাট কোহলি| বিশ্ব ক্রিকেটের প্রথম ক্রিকটার হিসাবে সবধরণের ফর্ম্যাটে ৫০টি ম্যাচ জয়ের রকর্ড গড়লেন তিনি| নিউ জিল্যান্ডকে বিরাট ব্যবধানে হারানোর পরই বিরাটের মুকুটে নতুন পালক|

টি টোয়েন্টি বিশ্বকাপের পরই কয়কদিনের জন্য বিশ্রামে ছিলেন ভারত অধিনায়ক| নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি| কানপুরে প্রথম টেস্টেও নামেননি বিরাট কোহলি| রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে মুম্বইতেই ভারতীয় দলে ফিরেছিলেন বিরাট কোহলি|

আর সেই ম্যাচ জিততেই, নতুন রেকর্ডের মালিক বিরাট| ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে ৩৭২ রানে শেষ টেস্টে হারিয়ে সিরিজ পকেটে পুড়েছে ভারত| নয়া রেকর্ড গড়তে এই একটা জয়ই দরকার ছিল বিরাট কোহলির| একদিন, টি টোয়েন্টি ও টেস্ট তিন ফর্ম্যাটেই ৫০ ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন তিনি|

একইসঙ্গে ওয়াংখেড়ের মঞ্চে রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিনও| দ্বিতীয় ভারতীয় ক্রিকটার হিসাবে ঘরের মাঠে ৩০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি| তাঁর সামনে রয়েছেন একমাত্র অনিল কুম্বলে| একইসঙ্গে বিশ্বে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে ৩০০টি উইকেট নিলেন অশ্বিন|

RELATED ARTICLES

Most Popular