কলকাতা: আইসিসির বিচারে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (Kane Williamson) এবং শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কাকে (Pathum Nishanka) হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা পেলেন ২২ বছর বয়সি তরুণ তুর্কি। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে অবিশ্বাস্য পারফরম্যান্সের জেরেই এই পুরস্কার।
ইংল্যান্ড সিরিজে নয় ইনিংসে ৮৯ গড়ে ৭১২ করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন জয়সওয়াল। তার মধ্যে ছিল দুটি দ্বিশতরান এবং তিনটি অর্ধশতরান। এখন পর্যন্ত ন’টি টেস্টের ছোট্ট কেরিয়ারে ৬৮.৫৩ গড়ে ১০২৮ রান করে ফেলেছেন বাঁ-হাতি ওপেনার। করেছেন তিনটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ-সেঞ্চুরি।
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপে বাদ পড়তে চলেছেন বিরাট কোহলি!
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে জয়সওয়ালই সবথেকে বেশি রান করেছেন। ইংল্যান্ড সিরিজে পরপর দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। বিনোদ কাম্বলি এবং বিরাট কোহলির (Virat Kohli) পর তৃতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব। এই কৃতিত্ব জয়সওয়াল করেছেন ২২ বছর ৪৯ দিন বয়সে। স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান (Sir Donald Bradman) এবং বিনোদ কাম্বলির পর তৃতীয় কনিষ্ঠতম হিসেবে এই রেকর্ড তাঁর। রাজকোটে ডাবল সেঞ্চুরি করতে গিয়ে ১২টি ছয় মেরেছিলেন জয়সওয়াল, যা এক ইনিংসে ওয়াসিম আক্রমের (Wasim Akram) সবথেকে বেশি ছয়ের রেকর্ডের সমান।
আইসিসির (ICC) পুরস্কার পেয়ে ভারতীয় ওপেনার বলেন, “আইসিসির পুরস্কার পেয়ে আমি খুশি এবং আশা করব ভবিষ্যতে এরকম আরও পুরস্কার পাব। এটা আমার প্রথম পাঁচ টেস্টের সিরিজ এবং অন্যতম সেরা ছিল। যেভাবে আমি খেলেছি এবং যেভাবে আমরা ৪-১ জিতেছি তা দারুণ উপভোগ্য ছিল। সব সতীর্থদের সঙ্গে এ এক অবিশ্বাস্য অভিজ্ঞতা এবং আমি দারুণ উপভোগ করেছি।”
দেখুন অন্য খবর: