বিশাখাপত্তনম: দুরন্ত শতরান করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। লাঞ্চের আগেই তাঁর হাফ-সেঞ্চুরি গিয়েছিল। লাঞ্চের পরে রানের গতি বাড়ান তিনি। টম হার্টলির বলে তাঁর কঠিন ক্যাচ স্লিপে ধরতে পারেননি জো রুট। তার পুরো ফায়দা তোলেন জয়সওয়াল। সেঞ্চুরি পূর্ণ করেন বিশাল ছয় মেরে। এই প্রতিবেদন লেখার সময় ১৫৮ বলে ১০৪ রানে অপরাজিত আছেন জয়সওয়াল। ভারত তিন উইকেট হারিয়ে ১৮০ করেছে।
আরও পড়ুন: সরফরাজ ব্রাত্য, ধন্দ ভারতের প্রথম একাদশ নিয়ে
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভাইজ্যাগে হায়দরাবাদের মতো প্রথম দিন থেকেই এক হাত করে বল ঘুরছে না। তার সঙ্গে পিচ কিছুটা মন্থর। তাই রোহিত এবং যশস্বী ধরে খেলে ইনিংস শুরু করলেন। লাঞ্চের সময় ভারতের রান ছিল দুই উইকেট হারিয়ে ১০৩। শুভমান গিল আউট হওয়ার পর শ্রেয়স আইয়ারের সঙ্গে ৯০ রানের পার্টনারশিপ গড়েন জয়সওয়াল। টম হার্টলির বলে ব্যক্তিগত ২৭ রানে আউট হয়ে যান শ্রেয়স। ক্রিজে এখন জয়সওয়ালের সঙ্গ দিচ্ছেন অভিষেক করা রজত পতিদার।
That moment when @ybj_19 got to his second Test 💯
Watch 👇👇#INDvENG @IDFCFIRSTBank pic.twitter.com/Er7QFxmu4s
— BCCI (@BCCI) February 2, 2024
সরফরাজ খানকে ব্রাত্যই রাখা হল, সুযোগ পেলেন শুধু পতিদারই। অর্থাৎ ছয় নম্বরে নামতে হবে কে এস ভরত কিংবা অক্ষর প্যাটেলকে। জাদেজা থাকলে একজন ব্যাটার কম নিয়ে সমস্যা নেই কিন্তু ভাইজ্যাগে কি একটু ঝুঁকি নিয়ে ফেলল না টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট? একটা কারণ অবশ্য বোধগম্য, এই পিচ হায়দরাবাদের মতো প্রথম দিন থেকেই ঘুরছে না। অর্থাৎ ব্যাটাররা রান পাবেন।
দেখুন অন্য খবর: