Placeholder canvas

Placeholder canvas
HomeScrollRussia-Ukraine Conflict: বিমান ফিরলেও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে বাঙালি পড়ুয়ারা

Russia-Ukraine Conflict: বিমান ফিরলেও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে বাঙালি পড়ুয়ারা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Russia-Ukraine war) প্রাণ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতীয়রা (Russia-Ukraine war news)। তাঁদের মধ্যে রয়েছেন এ রাজ্যের বেশ কিছু পড়ুয়া (Indian Students Stuck in Ukraine)। ইতিমধ্যে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করে ধাপে ধাপে তাঁদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এমনকী কেন্দ্রীয় সরকারের তরফে আজই পড়ুয়া সহ সমস্ত ভারতীয়দের কিভ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে (Russia-Ukraine crisis Update)।

ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পড়েছে আলিপুরদুয়ারের চাপরের পাড়ের বাসিন্দা তন্বিষ্ঠা রায়। তাঁর ফেরার অপেক্ষায় বাবা-মা সহ পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, বছর তিনকে আগে কিয়েভ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে যায় তান্বিষ্ঠা। আরও তিন বছর সেখানে পড়া বাকি রয়েছে তাঁর। কিভে সে ভাড়া থাকছিলেন বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ফ্ল্যাটে। তবে রাশিয়া ইউকক্রেন আক্রমণ করার পর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চলে যান তিনি। সেখানে বেসমেন্টে রয়েছেন বলা জানান তন্বিশ্ঠার বাবা অশোক রায়। তিনি আরও জানান, এদিন ট্রেনে চেপে মেয়ে কোভেলে রওনা হয়েছে। সেখান থেকে ইউক্রেনের কোনও সীমান্ত এলাকায় গিয়ে তাঁর দেশের বিমান ধরার কথা। তান্বিষ্ঠার মা তনুশ্রী রায় বলেন, মেয়েকে যে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে, তা স্বপ্নেও ভাবিনি। ওর চিন্তায় বাড়িতে আমাদের খাওয়া-দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছে।

সোমবার তন্বিষ্ঠার বাড়িতে যান বিজেপি নেতা জয়ন্ত রায়। জয়ন্তবাবুর ফোনের মাধ্যমেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও জন বার্লার সঙ্গে কথা বলেন তন্বিষ্ঠার বাব। তিনি জানান, দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মেয়েকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: Russia-Ukraine Conflict: মঙ্গলবারই ভারতীয় নাগরিকদের কিভ ছাড়ার নির্দেশ কেন্দ্রের, বড় হামলার শঙ্কা?

ইউক্রেনে আটকে পড়েছে রাজ্যের বহু পড়ুয়া। ধূপগুড়ি, শিলিগুড়ি, ঝাড়গ্ৰাম ও উত্তরপ্রদেশের যুবকদের মাটির নীচের বাঙ্কার থেকে এল ভিডিয়ো বার্তা। ধূপগুড়ির আশিস বিশ্বাস ওই ভিডিয়োতে জানান, তাঁরা মোট ৮ জন একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। প্রচন্ড শীতের মধ্যে খুব সমস্যার মধ্যে রয়েছেন তাঁরা। তাঁদের রসদ ফুরিয়ে এসেছে। বাইরে বোমা ও গোলাগুলি চলছে। তাঁদের আবেদন, যত দ্রুত সম্ভব তাঁদেরকে যেন দেশে ফিরিয়ে আনা হয়।

আটকে পড়া ভারতীয়দের মধ্যে ছিল হাওড়ার বালির প্যারী মোহন মুখার্জি রোডের বাসিন্দা অন্বেষা দাস(২১)। ২০২০ সালের ডিসেম্বর মাসে ভারত থেকে ইউক্রেনে চিকিৎসাসশাস্ত্র নিয়ে পড়তে যান তিনি। ফিরে এসে তাঁর অভিজ্ঞতার কথা জানান তিনি, রাশিয়া ইউক্রেনে আক্রমন করার পরই জারি হয় এমার্জেন্সি। পানীয় জলের সরবারাহ বন্ধ হয়ে যায়। শেষে জল কিনে খেতে হয়েছে তাঁদের। এটিএমে সর্বত্রই লম্বা লাইন। বিশ্ববিদ্যালয়ের ইউক্রেন মেস বন্ধ করে দেওয়া হয় কিন্তু চালু রয়েছে ইন্ডিয়ান মেস।

RELATED ARTICLES

Most Popular