Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাটোটো রেজিস্ট্রেশন করতে পারবে না বসিরহাট পুরসভা, জানাল আদালত

টোটো রেজিস্ট্রেশন করতে পারবে না বসিরহাট পুরসভা, জানাল আদালত

Follow Us :

কলকাতা: টোটো রেজিস্ট্রেশন (Toto Registration) করতে পারবে না বসিরহাট পুরসভা (Basirhat Municipality)। ১৬ অক্টোবর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। নির্দেশ জারি হাইকোর্টের (Calcutta High Court)।

পুরসভা এলাকায় অত্যধিক টোটোর ভিড় বেড়ে যাচ্ছে। পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য ১৮ আগস্ট পুরসভা এই প্রসঙ্গে সিদ্ধান্ত নেয়। যার বৈধতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। মামলাকারীর অভিযোগ, পুরসভা বা পঞ্চায়েত কেবলমাত্র গরু অথবা ঘোড়ার গাড়ি এবং সাইকেল বা ভ্যান রিক্সা রেজিস্ট্রেশন করতে পারে। কিন্তু টোটো রেজিস্ট্রেশন করা যায় কেবলমাত্র মোটর ভেহিকেলস আইন অনুযায়ী।

আরও পড়ুন: আজ সিজিওতে সিপিএম, রাজভবনে তৃণমূল

অন্যদিকে বলা হয়, ২০১৫ সালের মে মাসে রাজ্য সরকার টোটোর পরিপ্রেক্ষিতে নির্দেশিকা জারি করেছিল। সেই মত রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি মোটর ভেহিকেলস আইন অনুযায়ী টোটো রেজিস্ট্রেশন করতে পারে। সেই সঙ্গে এই পরিবেশবান্ধব গাড়ির রুট এবং সংখ্যাও নির্দিষ্ট করার দায়িত্ব আরটিএ’র। তাই পুরসভা আইনত টোটো সম্পর্কে কোন সিদ্ধান্ত নিতে পারেনা বলে দাবি করা হয়।

বিচারপতি অমৃত সিনহা জানতে চান, পুরসভা কি টোটো রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে? রুট ঠিক করা হয়েছে? মামলাকারী জানান, ইতিমধ্যেই পুরসভা রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে। যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সেই সূত্রেই ওই নিষেধাজ্ঞা জারি হয়।

RELATED ARTICLES

Most Popular