Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরTMC | তৃণমূল অফিসে জুয়া খেলার অভিযোগ

TMC | তৃণমূল অফিসে জুয়া খেলার অভিযোগ

Follow Us :

মঙ্গলকোট: তৃণমূলের অফিসে পঞ্চায়েতের (TMC Party Office) উপপ্রধানের (Deputy Chief) জুয়া (Gambling) খেলার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হওয়া নিয়ে উত্তাল মঙ্গলকোট (Mangalkot)। ভাইরাল সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, রঙিন কাপড়ের চার দিকে চার ব্যক্তি বসে। তার মধ্যে লুঙ্গি পরিহিত এক ব্যক্তির হাতে একটি ওল্টানো কৌটো। মাঝে মধ্যেই তিনি কৌটটি চাদর ঘষছেন আর সোজা উলটো করছেন। চার জনের মধ্যে চলছে দর কষাকষি ওই ভিডিয়োতে উপপ্রধানকে টাকার বান্ডিল হাতে বসে থাকতে দেখা গিয়েছে। যদিও কলকাতা টিভি ডিজিটাল ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ঘটনার জেরে নিন্দার ঝড় বইছে সর্বত্র। স্থানীয় তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী জানান, ভিডিও ভাইরাল হওয়ার কথা তিনি শুনেছেন। ঘটনায় উপপ্রধান দোষী প্রমাণিত হলে তাঁকে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। উপপ্রধানকে পাল্টা গ্রেফতারির দাবি তুলেছে বিজেপি। তবে উপপ্রধান মজনু শেখের দাবি, ওই ছবিটা আমার নয়। চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। রাজনৈতিক দিক থেকে কিছু সুবিধা করতে না পেরে বিজেপির কিছু লোক আগেকার ছবি দেখিয়েছে৷ আমি জুয়া খেলিনি।

আরও পড়ুন: SSC Scam | নিয়োগ কেলেঙ্কারিতে সিবিআইয়ের জালে গাজিয়াবাদের সংস্থার কর্তা 

স্থানীয় সূত্রে জানা গেছে, পালিগ্রাম অঞ্চলের উনিয়া গ্রামে চৈত্র মাসের অমাবস্যায় শ্মশানকালী পুজো হয়। উনিয়া ফুটবল মাঠে মেলা বসে। মেলার মাঠের অদুরেই রয়েছে তৃণমূলের পার্টি অফিস । অভিযোগ, ওই পার্টি অফিসেই তিনদিন আগে পালিগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মজনু শেখ ওরফে বুলেট জুয়ো খেলার আসর বসিয়েছিলেন। যেখানে তাঁকেও জুয়া খেলতে দেখা গিয়েছে। এমন ভিডিয়ো ভাইরাল হতেই চমকে ওঠেন সবাই। পার্টি অফিসে বসে এভাবে জুয়া খেলা যায়? প্রশ্নই উঠছে। 

 

RELATED ARTICLES

Most Popular