Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতারাজনীতি দূরে সরিয়ে বাংলার স্বার্থে মানুষকে একজোট হওয়ার ডাক সুকান্তের

রাজনীতি দূরে সরিয়ে বাংলার স্বার্থে মানুষকে একজোট হওয়ার ডাক সুকান্তের

Follow Us :

কলকাতা: এবার রাজ্যে মানুষের মহাজোট গড়ার ডাক দিল বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফেসবুক পোস্টে রাজনৈতিক ভেদাভেদ ভুলে বাংলা এবং ১০ কোটি বাঙালির স্বার্থে সব স্তরের মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার রাতে ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন, সময় এসেছে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে সব শ্রেণির মানুষের এক হওয়ার। ভয়ের গ্যাস চেম্বার থেকে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গ সরকারের ভুল নীতি, খামখেয়ালিপনা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত সব মানুষের। উচিত সরকারকে আয়না দেখানো। আজ না করতে পারলে ভবিষ্যতের কাছে আমাদের জবাব দেওয়ার মতো কিছু থাকবে না।

বিজেপি রাজ্য সভাপতির এই পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা চর্চা। তবে এখন পর্যন্ত সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল নিজের থেকে সুকান্তর এই পোস্ট নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। এমনিতেই শাসকদলের দুর্নীতি নিয়ে এখন সর্বত্র আলোচনা শুরু হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রভাবশালী মন্ত্রী কিংবা অনুব্রত মণ্ডলের মতো দাপুটে তৃণমূল নেতার দুর্নীতির অভিযোগে জেলযাত্রা ঘিরে বিরোধীরা সুর চড়াতে শুরু করেছে। তিন বিরোধী দলই দুর্নীতির ইস্যুকে সামনে রেখে নানা আন্দোলনের কর্মসূচি নিয়েছে। রোজই কোথাও না কোথাও বিরোধীদের আন্দোলন হচ্ছে। রাজ্য বিজেপি ১৩ সেপ্টেম্বর চোর ধরো, জেলে ভরো, এই স্লোগানকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। তার আগে ১ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিজেপির রাজ্য নেতারা নবান্ন অভিযান সফল করার জন্য জেলায় জেলায় জোরদার প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার দলীয় বৈঠকে ওই অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী বছরের গোড়াতেই রাজ্য সরকার পঞ্চায়েত ভোট সেরে ফেলতে চায়। এই অবস্থায় বিজেপি রাজ্য সভাপতির মানুষকে ভেদাভেদ ভুলে একজোট হওয়ার ডাক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

RELATED ARTICLES

Most Popular