Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলJelar Durga Puja2022: এবার মীনাক্ষী মন্দিরের আদলে সেজে উঠেছে ধূপগুড়ির নবজীবন সংঘের...

Jelar Durga Puja2022: এবার মীনাক্ষী মন্দিরের আদলে সেজে উঠেছে ধূপগুড়ির নবজীবন সংঘের দুর্গাপুজো

Follow Us :

তামিলনাড়ুর মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি হচ্ছে ধূপগুড়ি নবজীবন সংঘের পুজো মণ্ডপ। এবছর ৫২ তম দুর্গাপুজোয় দর্শানার্থীদের চমক দিতে এই বিশেষ প্রয়াস নবজীবন শারদোৎসব কমিটির। একদিকে দক্ষিণী  স্থাপত্যের আদলে প্যান্ডেলের সাজ অন্যদিকে প্রতিমা সাবেকি সাজের প্রতিমা এই দুই ভিন্ন সংস্কৃতির সমন্বয়ের অভিনবত্ব মানুষকে বেশি করে আকর্ষণ করবে বলে আশাবাদী দুর্গাপুজো উদ্যোক্তারা।

 

মণ্ডপ সজ্জার দায়িত্ব শিল্পী  দেবু পালের নেতৃত্বেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। পুজোর তিনদিন আগেই প্যান্ডেল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। পরিবেশের কথা মাথায় রেখে মণ্ডপ সজ্জায় যথাসম্ভব কম থার্মোকলের ব্যবহার করা হয়েছে। থার্মোকলের পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ফাইবার। নানা রঙয়ের রঙিন ফাইবারের টুকরো কেটে মীনাক্ষী মন্দিরের কারুকার্যগুলি মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular