Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকঅতীতকে মর্যাদা দিতে ব্যক্তিগত উদ্যোগে মিউজিয়াম বানিয়েছেন জর্ডনের আখরাস

অতীতকে মর্যাদা দিতে ব্যক্তিগত উদ্যোগে মিউজিয়াম বানিয়েছেন জর্ডনের আখরাস

Follow Us :

সময় নদীর স্রোতের মতো বয়ে যায়। ফেলে আসা অতীত পিছে ফেলে যায় স্মৃতি। আর কথায় বলে, ‘স্মৃতি সততই মধুর’। ফেলে আসা অতীতের ইতিবৃত্তটুকু জানতে হলে সংরক্ষণেরও ব্যবস্থা করতে হবে। নাহলে ইতিহাস আস্বাদনের সুযোগ থেকে বঞ্চিত হবে ভবিষ্যতের মানুষ। 

কেউ কেউ অন্যরকম। তাঁরা ফেলে আসা দিনের গুরুত্ব উপলব্ধি করতে পারেন। এধরনের মানুষের দেখা সচরাচর কমই মেলে। জর্ডনের বাসিন্দা আহমদ আল আখরাস এমনই একজন অন্যরকম মানুষ। অঞ্চলের ইতিহাসকে সংরক্ষিত রাখতে নিজের হাতেই গড়েছেন একটি জাদুঘর। সেখানে যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে পুরনো সেই দিনের কথা। নিজের হাতে গড়া ওই জাদুঘরে আহমদ আল আখরাসসংরক্ষিত রেখেছেন পুরোনো দিনের ক্যামেরা, গানের ক্যাসেট থেকে শুরু করে সোডার বোতল পর্যন্ত। 

আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ওঁর এই উদ্যোগ ভূয়সী প্রশংসা পেয়েছে। প্রাচীন সময় থেকেই পৃথিবীর অগ্রগতির ইতিহাসে জর্ডনের বিশেষ অবদান রয়েছে। জর্ডনের নদীর পাড়ে প্রাচীন সময়েই গড়ে উঠেছিল উন্নত সভ্যতা। এমনকি বাইবেলেও একাধিকবার জর্ডনের উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: Bankura: আদিম মানুষের ডেরা! খাস বাংলার বুকে মিলল বিশাল গুহার খোঁজ  

ইতিহাস সম্পর্কে বরাবরই আগ্রহী আহমেদ আল আখরাস। সেই টানে চাকরি পর্যন্ত ছেড়েছেন। তিনি জানালেন, ৪৫ বছর বয়সে চাকরি ছেড়ে দিয়েছি অঞ্চলের গৌরবান্বিত ইতিহাসকে তুলে ধরতে। তবে এই জাদুঘরটি এখনও অস্থায়ী জাদুঘর।

আরও পড়ুন: Nayanthara Twine Son: বিয়ের চার মাসের মধ্যে নয়নতারা জমজ সন্তানের মা হলেন,প্রশ্ন অনেক! 

জাদুঘরে যে সমস্ত সামগ্রী সংরক্ষিত রয়েছে, সেগুলির একাংশ মানুষেরই দান। আখরাস বললেন, ক্যামেরা-সহ জাদুঘরে সংরক্ষিত জিনিসের একাংশ পুণ্যার্থীদের দান। পুরোনো সামগ্রী সংগ্রহ করে আনন্দ পাই। জাদুঘরে সংরক্ষিত সামগ্রীগুলিকে দেখলে একঘেয়েমিও কেটে যায়।

RELATED ARTICLES

Most Popular