Placeholder canvas

Placeholder canvas
HomeTamim Iqbal | অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার, নাটকীয় প্রত্যাবর্তন তামিম ইকবালের!
Array

Tamim Iqbal | অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার, নাটকীয় প্রত্যাবর্তন তামিম ইকবালের!

Follow Us :

ঢাকা: আভাস আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সেটাই সত্যি প্রমাণিত হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন তামিম ইকবাল (Tamim Iqbal)। তবে আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে। এশিয়া কাপে (Asia Cup) তিনি ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন বিসিবি (BCB) সভাপতি নাজমুল হাসান। প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইমরান খানের পর এটাই দ্বিতীয় নজির।

চট্টগ্রামে গতকাল সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। চট্টগ্রাম থেকে  ঢাকায় ফেরা তামিমকে গণভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান তামিম ইকবাল। সেখানে তামিমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আয়েশা ইকবাল এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান।

আরও পড়ুন: Cheteshwar Pujara | ফুরিয়ে যাননি! দলীপে সেঞ্চুরি করে নির্বাচকদের জবাব দিলেন ‘বাতিল’ পুজারার   

প্রায় তিন ঘণ্টা পর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমকে তামিম অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করা প্রসঙ্গে বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে ডেকেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ, আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাঁকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন (নাজমুল হাসান) ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

বিসিবি সভাপতি নাজমুল বলেছেন, ‘আমার একটা ধারণা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি, তাহলে হয়তো এটার একটা সমাধান পাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে, সেটা সে প্রত্যাহার করছে।’

 

RELATED ARTICLES

Most Popular