skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeরাজ্যছয় দিনের মাথায় সোনারপুরে সোনার দোকানে ডাকাতির কিনারা করল পুলিশ

ছয় দিনের মাথায় সোনারপুরে সোনার দোকানে ডাকাতির কিনারা করল পুলিশ

সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে প্রথমে বাইক চিহ্নিত করে পুলিশ

Follow Us :

সোনারপুর: ছয়দিনের মাথায় সোনারপুর (Sonarpur) সোনার দোকানের ডাকাতির কিনারা করল পুলিশ (Police)। উদ্ধার সোনা রূপোর গয়না, নগদ টাকা ও আগ্নেয়াস্ত্র। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পাঁচ দুষ্কৃতী সহ এক এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার (Arrest) করা হয়েছে।

পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী জানান, সোনারপুরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় পাঁচ দুষ্কৃতীকে। তাদেরকে জেরা করে কুলতলির মহিষমারি এলাকা থেকে ডাকাতি হওয়া সোনা রুপোর গয়না কেনার অপরাধে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে স্পেশাল অপারেশন গ্রুপ ও সোনারপুর থানার পুলিশ। ধৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম বিদ্যুৎ। সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে প্রথমে বাইক চিহ্নিত করে পুলিশ। পরে ওই বাইক চিহ্নিত করে হেলমেট দেখে ডাকাত দলকে ধরতে সক্ষম হয় পুলিশ। চারটি আগ্নেয়াস্ত্র এবং ৮ টি তাজা কার্তুজ। সেই সঙ্গে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে সোনা-রূপোর গহনা সহ নগদ ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: ভিড় সামাল দিতে ষষ্ঠীর দিনেও মধ্যরাত পর্যন্ত মেট্রো পরিষেবা

উলেখ্য, গত ১৩ অক্টোবর সোনারপুরে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ভরসন্ধ্যায় এক দল দুষ্কৃতী সোনার দোকানে ঢোকে। দোকানের কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে বেপরোয়া লুঠপাট চালায়। ‘অপারেশনের’ পর শূন্য গুলি চালাতে চালাতে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সোনারপুরের বারেন্দ্রপাড়ার সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছয় দিনেরমাথায় মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular