Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যকিউআর কোড দিয়ে আবেদন কংগ্রেস প্রার্থী ভিক্টরের
Ali imran Ramz

কিউআর কোড দিয়ে আবেদন কংগ্রেস প্রার্থী ভিক্টরের

নির্বাচনে লড়তে কিউআর কোড দিয়ে চাঁদা চাইছেন কংগ্রেস প্রার্থী ভিক্টর

Follow Us :

রায়গঞ্জ: কংগ্রেসের (Congress) অধিকাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্র। নির্বাচনে (Lok Sabha Election 2024) লড়তে তাই কিউআর কোড দিয়ে চাঁদা চাইছেন দলের প্রার্থী ভিক্টর। শুধু তাই নয়, প্রচারের জন্য ফ্লেক্স-পোস্টারও কর্মীদের নিজ খরচে ছাপানোর বার্তা দিলেন তিনি। রাজনৈতিক মহল মনে করছে, এভাবেই নির্বাচনের আগে বিরোধীদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের একপেশে নীতির বিরুদ্ধে অভিযোগ করে সাধারণ মানুষকেও লড়াইয়ে শরিক করলেন রায়গঞ্জ কেন্দ্রের (Raiganj Lok Sabha) কংগ্রেস-সিপিএম (CPIM-Congress) জোট প্রার্থী কংগ্রেসের আলি ইমরান রমজ ওরফে ভিক্টর (Ali Imran Ramz)।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)

কেন্দ্রের সমালোচনা করে ভিক্টরের মন্তব্য, কংগ্রেস যাতে লড়াই করতে না পারে, দলের নেতারা যাতে প্রচার করতে না পারেন, সেজন্যই আমাদের অধিকাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বিজেপি (BJP) সরকার। এভাবেই জঘন্য চক্রান্ত করেছে বিজেপি। ভিক্টর আরও বলেন, প্রচারের জন্য খরচ তুলতে সোশ্যাল মিডিয়ায় কিউআর কোড দিয়ে আবেদন করছি আর্থিক সাহায্য করার জন্য। জনগণের জন্য লড়াই করতে এসেছি। আপনারা যার যত খুশি, কিউআর কোডের মাধ্যমে সাহায্য করবেন। এলাকায় আপনার বিপদ হলে শক্তি হয়ে আমরাই পাশে দাঁড়াব।

আরও পড়ুন: মুকুল রায়ের বাড়িতে গেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন

বিরোধীদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে ভিক্টর বলেন, আমি রাজনীতিতে কারও থেকে কম নই। টাকা দিয়েই সব কিনে নেবেন। কোম্পানিতে অর্ডার দিয়ে পোস্টার, ব্যানার তৈরি হচ্ছে ওঁদের জন্য। ট্রাকে করে সেসব আসছে। আমার পোস্টার-ব্যানার হচ্ছে জনতা। তাই প্রার্থী হিসেবে আবেদন করছি, আপনারা প্রত্যেকে আমার সঙ্গে আপনার ছবি দিয়ে ব্যানার বানিয়ে এলাকায় লাগিয়ে দিন। আপনার ওই একটা ব্যানার, প্রতিপক্ষের হাজার ব্যানারের চেয়ে বেশি গুরুত্ব পাবে। উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে নির্বাচনী প্রচারের জন্য এই একই ধরণের পন্থা অবলম্বন করেছিলেন কংগ্রেস মুখপাত্র ও ২০২১ বিধাননগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular