Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমমতা রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধীদের প্রশ্রয় দেয়, তোপ শুভেন্দুর
Suvendu Adhikari

মমতা রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধীদের প্রশ্রয় দেয়, তোপ শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর হল সিপিএম, রামনবমীর মিছিল থেকে কটাক্ষ বিরোধী দলনেতা

Follow Us :

কলকাতা: ভোটের বাজারে বৈতরণী পার করতে রামই ভরসা। রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন করেছে বিজেপি-তৃণমূল। বুধবার বিজেপির পক্ষ থেকে রামনবমী (Ram Navami) উপলক্ষে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। নিউটাউন থেকে সল্টলেক হয়ে লেকটাউন পর্যন্ত হবে এই শোভাযাত্রা। বুধবার সকালে নিউ টাউন রাম মন্দিরে রামনবমীর পুজো দিয়ে নিউ টাউন থেকে শোভাযাত্রার সূচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির স্থানীয় নেতৃত্ব কার্যকর্তাদের সঙ্গে নিয়ে নিউ টাউনের থেকে সল্টলেক তারপরে লেকটাউনে পৌঁছায় শোভাযাত্রা। এদিন সকালে নিউটাউনের ইকোপার্কে রামনবমীর অনুষ্ঠান ও শোভাযাত্রায় সামিল হয়ে তিনি বলেন, যুব মোর্চার প্রতিবাদে আমি যখন ওখানে যাই তখন আমার গাড়ির সামনে এসে কীভাবে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল সেটা সবাই দেখেছে । রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী এবং ভারত বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আশ্রয় প্রশ্রয়ে যাদবপুরে টুকরে টুকরে গ্যাং লালিত হচ্ছে। এই কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর হল সিপিএম।

আরও পড়ুন: আদালতের নির্দেশকে উপেক্ষ করে তরোয়াল হাতে বিজেপির রামনবমীর মিছিল

এদিন সকালে হাওড়ার রামরাজাতলার (Ramrajatala of Howrah) ওই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করেই এদিন অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় বিজেপি কর্মীদের। মহিলা কর্মীদেরও তরোয়াল হাতে মিছিলে অংশ নিতে দেখা যায়। এদিন রামনবমীর শোভাযাত্রার আয়োজন করেছে তৃণমূলের উদ্যোগেও। হনুমান মন্দির মহাবীর চক থেকে আজ শোভাযাত্রা হল বজরংবলী মন্দির থেকে সরকারি কোয়ার্টার পর্যন্ত। সেখানে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ অরূপ রায়, ডা: রাণা চট্টোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের বহু কর্মী সমর্থকরা বর্ণনাঢ্য সহকারি এই রেলি উত্তর হাওড়ার অনেকটাই পথ ও দক্ষিণ করেন। সকাল দশটায় শুরু হয় এই ব়্যালি। রামনবমীর মিছিলকে ঘিরে অতীতে গোলমাল দেখেছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার একাংশ। ভোটের জন্য প্রতিটি জেলাতেই এখন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আদর্শ আচরণবিধি জারি থাকাকালীন রামনবমীর মিছিলের নিরাপত্তায় বাড়তি নজর রেখেছে জাতীয় নির্বাচন কমিশনও।

 দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular