Placeholder canvas

Placeholder canvas
HomeScrollদেশদ্রোহিতার অভিযোগে সাসপেন্ড পিএইচডি ছাত্র
Anti National Student

দেশদ্রোহিতার অভিযোগে সাসপেন্ড পিএইচডি ছাত্র

তাঁকে নোটিস পাঠিয়ে বলা হয়, আপনার কার্যকলাপ দেশের স্বার্থে নয়

Follow Us :

মুম্বই: দেশদ্রোহিতার অভিযোগে এক পিএইচডি ছাত্রকে দুই বছরের জন্য সাসপেন্ড করল মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (TISS)। ৩০ বছর বয়সি ওই ছাত্রের নাম রামাদাস প্রিনিশিভানন্দন, তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ (Development Studies) নিয়ে ডক্টরেট করছেন। মুম্বই ছাড়াও তুলজাপুর, হায়দরাবাদ এবং গুয়াহাটিতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে তাঁর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

কেন দেশদ্রোহিতার অভিযোগ আনা হল পিএইচডি পড়ুয়ার বিরুদ্ধে?

প্রিনিশিভানন্দনকে গত ৭ মার্চ একটি নোটিস পাঠিয়ে জানানো হয়, ২৬ জানুয়ারি তিনি ‘রাম কে নাম’ নামক এক তথ্যচিত্র প্রদর্শনে ভূমিকা নিয়েছিলেন। এই কাজ অযোধ্যার রামমন্দিরে (Ram Mandir) রামলালার প্রাণপ্রতিষ্ঠার প্রতি অসম্মান এবং বিরোধিতা। টিআইএসএস-এর দাবি, প্রতিবাদ প্রদর্শনে শিক্ষা প্রতিষ্ঠানের নামের অপব্যবহার করা হয়েছে। দিল্লির ওই প্রতিবাদ করা হয়েছিল পিএসএফ-টিআইএসএস ব্যানারে। পিএসএফ (PSF) হল বামপন্থী সংগঠন প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম।

আরও পড়ুন: চকোলেট খেয়ে অসুস্থ শিশু, ভর্তি হাসপাতালে

শিক্ষা প্রতিষ্ঠানের নোটিসে বলা হয়, পিএইচডি পড়ুয়া এবং তাঁর সহযোগীদের কর্মসূচি দেখে মনে হয়েছিল পিএসএফ এবং টিআইএসএস-এর মধ্যে সম্পর্ক আছে এবং তাদের মতবাদকে টিআইএসএস সমর্থন করে, কিন্তু তা সম্পূর্ণ মিথ্যে। গত বছর জানুয়ারিতে টিআইএসএস-এর ক্যাম্পাসে কেন্দ্রীয় সরকারের নিষিদ্ধ করে দেওয়া বিবিসি তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করেছিলেন প্রিনিশিভানন্দন।

তাঁকে নোটিস পাঠিয়ে বলা হয়, “আপনার কার্যকলাপ দেশের স্বার্থে নয়। গণ প্রতিষ্ঠান হিসেবে টিআইএসএস তার ছাত্রদের এমন কর্মকাণ্ড সমর্থন করতে পারে না যা দেশ-বিরোধী এবং দেশের মানসম্মান ক্ষুণ্ণ করে।” আরও বলা হয়, বিষয়গুলি অত্যন্ত গুরুতর এবং বোঝাই যাচ্ছে যে আপনি বাক স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার নাম করে ভেবেচিন্তে এবং ইচ্ছাকৃতভাবে বেআইনি কাজ করে চলেছেন।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular