Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsইস্পাতের বাধা দূর, মুক্তির দরজায় দাঁড়িয়ে অভিযান

ইস্পাতের বাধা দূর, মুক্তির দরজায় দাঁড়িয়ে অভিযান

শেষ পাইপ ঢুকছে উত্তরকাশীর সুড়ঙ্গে

Follow Us :

উত্তরকাশী: প্রতীক্ষার প্রহর গোনা শেষ হতে চলেছে। যে কোনও মুহূর্তেই ১২ দিনের মাথায় সূর্যের আলো দেখতে চলেছেন ৪১ জন সুড়ঙ্গ কর্মী (Uttarkashi Tunnel Resque Operation)। কাছ থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের শেষে আজ, বৃহস্পতিবারই সম্ভবত বের করে আনা হবে আটক শ্রমিকদের। প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে এদিন সকালে জানান, উদ্ধারকারী দলের আর ১২ থেকে ১৪ ঘণ্টা লাগবে আটক শ্রমিকদের কাছে পৌঁছাতে।

আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সের কথায়, আমরা এখন সদর দরজায় কড়া নাড়ার অবস্থায় রয়েছি। যে লোহার রডের কারণে বুধবার রাত থেকে মার্কিন অগার মেশিন পাহাড় খুঁড়তে পারছিল না। সেই ইস্পাতের রড গ্যাস কাটার দিয়ে কেটে ফেলেছে এনডিআরএফ টিম। শুরু হচ্ছে ফের খননকার্য। সূত্রে জানা গিয়েছে, আর মাত্র তিন-চার মিটার দূরত্ব বাকি রয়েছে আটক শ্রমিকদের কাছে পৌঁছতে। শেষ একটি পাইপ ঢোকাতে পারলেই বেরিয়ে আসতে পারবেন ১২ দিন ধরে আটকে থাকা শ্রমিকরা।

আরও পড়ুন: চোর-পুলিশ, তিন পাত্তি খেলে সময় কাটান শ্রমিকরা

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং সিলকিয়ারার সুড়ঙ্গমুখে পৌঁছে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি মুহূর্তের খবরাখবর নিচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শ্রমিকদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থার কথা চিন্তা করে উত্তরকাশীর সিলকিয়ারা সুড়ঙ্গের কাছেই তৈরি রয়েছে হাসপাতাল, অ্যাম্বুল্যান্স, ডাক্তার, অক্সিজেনসহ চিকিৎসার যাবতীয় ব্যবস্থা।

এনডিআরএফের একটি টিম গতকাল রাতেই ভিতরেই ঢুকে গিয়েছে। ফলে এখন সকলে নিঃশ্বাস বন্ধ করে প্রতীক্ষার প্রহর গুনছেন অভাবনীয় এক সাফল্যের। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। গোটা দেশ এই মুহূর্তে শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে এবং প্রার্থনা করে চলেছে ৪১ জনের নিরাপদে মুক্তির অপেক্ষায়।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular