Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsমেনুতে মাংসের নলি না থাকায় ভাঙল বিয়ে

মেনুতে মাংসের নলি না থাকায় ভাঙল বিয়ে

সিনেমার গল্প বাস্তবে

Follow Us :

নিজামাবাদ: ভাঙল বিয়ে। না, না, পণ-যৌতুকের দাবিতে নয়। প্রেমের কথা ফাঁস কিংবা কান ভাঙানোর কারণেও নয়। পাকাদেখার অনুষ্ঠানের মেনুতে ‘নাল্লি বোক্কা’ না থাকায় বিয়ে ভাঙল বরপক্ষ। নাল্লি বোক্কা হল খাসি বা পাঁঠার পায়ের হাড়। যার ভিতরে থাকে নরম তুলতুলে রসালো মজ্জা। এই অংশ দিয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বিরিয়ানি কিংবা কষা রান্না হয়। যা অন্ধ্রপ্রদেশ-তেলঙ্গানায় অতি জনপ্রিয় একটি পদ।

উদ্ভট মনে হলেও সত্যি। রঙ্গ-সিনেমার বানানো গল্পই সত্য হল পাত্র-পাত্রীর জীবনে। কয়েক মাস আগেই তেলুগু ছবি ‘বালাগম’ মুক্তি পেয়েছিল। আদ্যন্ত হাসির এই ছবির বিষয় ছিল মাংসের পদে নাল্লি থাকায় বিয়ে ভাঙার গল্প। তেলঙ্গানার ওই দুই পরিবারকে নিয়ে ছবি নির্মিত হলেও এবারের ঘটনা কিন্তু রক্তমাংসের জীবদের নিয়ে।

আরও পড়ুন: প্রতি ঘণ্টায় ২৪, আড়াই মিনিটে একজন কাজ হারাচ্ছেন

কনেপক্ষের বাড়ি নিজামাবাদে। আর বরের বাড়ি জাগতিয়াল। রীতি মেনে মেয়ের বাড়িতে পাকাদেখার অনুষ্ঠান হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই বিয়ে ভেঙে দেয় বরপক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকাদেখার পরেই দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা বাধে। যার কারণ হল, পাত্রপক্ষের অতিথিরা অভিযোগ তোলেন, কেন খাবারের মধ্যে নাল্লি বোক্কা ছিল না। কনেপক্ষ সেকথা মেনে নেওয়ার পর দুই পরিবারে ঝামেলা আরও বৃদ্ধি পায়।

এরপরেই বিষয়টি স্থানীয় থানায় অভিযোগ আকারে পৌঁছায়। নলির হাড়ের মজ্জা মেনুতে না থাকা নিয়ে পুলিশ অফিসাররা পাত্রের বাড়ির লোকজনদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু, পাত্রের বাড়ির অভিযোগ, আমিষ মেনুতে মাংস থাকলেও নলি বাদ দিয়ে তাঁদের অপমান করা হয়েছে। এটা তাঁরা মেনে নিতে পারছেন না। তাঁদের যুক্তি হল, ইচ্ছা করেই নলি বাদ দিয়ে দিয়েছে মেয়ের বাড়ি। ফলে শেষমেশ পাকাদেখা হলেও বিয়ে ভেঙে দেওয়া হয়।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular