Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBalurghat: মিঠুনের থাকার অনুমতি মেলেনি বালুরঘাট সার্কিট হাউসে, দলতন্ত্রের অভিযোগ সুকান্তর

Balurghat: মিঠুনের থাকার অনুমতি মেলেনি বালুরঘাট সার্কিট হাউসে, দলতন্ত্রের অভিযোগ সুকান্তর

Follow Us :

বালুরঘাট: বালুরঘাট সার্কিট হাউসে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) থাকার জন্য ঘর না মেলায় তৃণমূলকে (TMC) তুলোধনা করল বিজেপি (BJP)৷ আগামিকাল রবিবার বালুরঘাটে (Balurghat) বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের একটি পুজোর উদ্বোধন করার কথা মহাগুরুর৷ তার আগে পুজো কমিটির তরফে ওই সার্কিট হাউসে ঘর বুকিং করতে যাওয়া হয়েছিল৷ কিন্তু সেখানে ঘর মেলেনি৷ এরপরই বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, তৃণমূলের সাধারণ কোনও নেতা এলেই অনায়াসে সার্কিট হাউসে থাকতে পারেন৷ কিন্তু বাংলা তথা দেশের অন্যতম সুপারস্টার মিঠুনের থাকার জন্য একটা ঘর পাওয়া গেল না৷ তৃণমূলের বিরুদ্ধে দলতন্ত্রের অভিযোগ তুলে সোচ্চার হন তিনি৷

এদিকে বালুরঘাট সার্কিট হাউসে ঘর না মেলায় মালদহের একটি বেসরকারি রিসর্টে মিঠুনের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ সেখান থেকে আগামিকাল সকাল ১১টায় তিনি বালুরঘাট যাবেন৷ যোগ দেবেন দলের একটি বৈঠকেও৷ এরপর বিকালে বালুরঘাটের নিউটাউন ক্লাব ও পল্লী পাঠাগারের পুজোর উদ্বোধন করবেন মিঠুন৷ তাঁর বালুরঘাট সফরের আগে সার্কিট হাউসে ঘর না পাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি কাজিয়া৷ আগামিকাল যে পুজোর উদ্বোধন করবেন মিঠুন সেই ক্লাবের সম্পাদক অরিজিৎ মহন্ত জানান, তাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে মিঠুনের থাকার জন্য সার্কিট হাউসে ঘর বুকিংয়ের আবেদন করা হয়েছিল৷ কিন্তু আবেদনের চারদিন পর শুক্রবার রাতে প্রশাসন জানায়, সার্কিট হাউস বুকিং থাকায় আবেদন বাতিল করা হয়েছে৷

বিজেপির অভিযোগ, রাজনৈতিক কারণে মিঠুনকে সার্কিট হাউসে থাকতে দেওয়া হয়নি৷ সুকান্ত জানিয়েছেন, যা ঘটল তা বালুরঘাটের মতো সাংস্কৃতিক শহরের লজ্জা৷ তৃণমূলের সাধারণ কোনও নেতা এলেই অনায়াসে সার্কিট হাউসে ঘর পেয়ে যায়৷ যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, সরকারি কোনও অনুষ্ঠানে এলে তবেই সার্কিট হাউসে জায়গা পাওয়া যায়৷ মিঠুন চক্রবর্তী কোনও সরকারি অনুষ্ঠানে আসছেন না৷ আসছেন দলীয় কর্মসূচিতে যোগ দিতে৷ তাই নিয়ম অনুযায়ী, ঘর পাওয়ার কথা তাঁর নয়৷ 

RELATED ARTICLES

Most Popular