Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরনদিয়া-হুগলিতে জগদ্ধাত্রী পুজোয় নেই নাইট কার্ফু

নদিয়া-হুগলিতে জগদ্ধাত্রী পুজোয় নেই নাইট কার্ফু

Follow Us :

কলকাতা :  জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমী ও মহানবমীতে থাকছে না নাইট কার্ফু।  তবে, এই ছাড় শুধুমাত্র নদিয়া ও হুগলি জেলার জন্য। িরাজ্যের বাকি সব জেলায় রাত ১১ থেকে ভোর ৫ টা পর্যন্ত আগের মতই বহাল থাকবে বিধিনিষেধ।

আর একদিন পর থেকেই এই দুই জেলায় শুরু হয়ে যাবে জগদ্ধাত্রী পুজো। প্রায় ৫ দিন ধরে চলে এই পুজো। অন্যদিকে উৎসবের মরশুমে দুর্গাপুজো, কালীপুজো এবং ছটপুজোয় নাইট কার্ফু বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য সরকার।  তবে, চন্দননগর পুলিশ কমিশনারের প্রধান অর্ণব ঘোষ জানিয়েছিলেন, রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু-এর বিধি নিষেধ বহাল থাকবে চন্দননগরে।

কমিশনারের এই সিদ্ধান্তে পুজো উদ্যোক্তা থেকে দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছিল ক্ষোভ।  তবে, বেলা গড়াতে না গড়াতেই এই সিদ্ধান্ত নাকচ করল রাজ্য সরকার। নবান্নের তরফ থেকে জারি করা হল নোটিস।

আরও পড়ুন – নাচতে নাচতে কালীপুজোর বিসর্জন! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু

নবান্নের জারি করা নোটিস

এই নোটিসে জানানো হয়েছে, নদিয়া এবং হুগলি জেলায় আগামী ১২ নভেম্বর এবং ১৩ নভেম্বরে থাকবে না নাইট কার্ফু।  প্রশাসনের তরফ থেকে এই বছরে ভদ্রেশ্বর ও চন্দননগর মিলিয়ে মোট ৩০০ টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছে।  উচ্চ পদস্থ থেকে শুরু করে সর্ববস্তের মোট দেড় হাজার পুলিশ কর্মী মোতয়ন থাকছে এই দুই জায়গার পুজো মণ্ডপে। এছাড়াও নজর রাখতে চন্দননগর শহরে মোট ৫০ টি সিসি টিভি ক্যামেরায় চালানো হবে নজরদারি । 

RELATED ARTICLES

Most Popular