Sunday, July 7, 2024

Homeবিনোদনযে জন আছেন পাশে

যে জন আছেন পাশে

Follow Us :

জন আব্রাহামের সারমেয়- প্রেম নতুন কিছু নয়। রিল লাইফে তিনি যেমন হিরো ঠিক তেমনই রিয়েল লাইফেও সারমেয়দের পরিত্রাতা হয়ে উঠেছেন জন। অবলা প্রাণীদের পাশে এর আগেও থেকেছেন তিনি । এবার তিনি নাম লেখালেন সারমেয়দের জন্য কাজ করা এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে।
সংস্থার সঙ্গে কাজ শুরুর আগে জন জানালেন, অবলা পশুরাও ভালবাসা, শ্রদ্ধা এবং স্বাধীনতা চায়। এমন একটা উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি অভিনেতা । তাঁর মতে, অবলা প্রাণীদের পাশে থাকতে তিনি যদি শেষতম ব্যক্তি হন, তাহলেও তাদের পাশেই থাকবেন তিনি, প্রাণীদের বাঁচতে সাহায্য করবেন। অবলাদের স্বার্থে তাদের পাশে থাকতে একবারের বেশি, দুবার ভাববেন না জন।

আরও পড়ুন : করিনা ও তার গার্লফ্রেন্ড


এর আগেও পশুদের ওপর নিষ্ঠুরতা বন্ধের আবেদনপত্রে রীতিমতো গণসাক্ষর জোগাড় করে প্রধানমন্ত্রীর দফতরে সেই চিঠি পাঠিয়েছিলেন জন। অবলা প্রাণীদের হয়ে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করেন সেই রকম অনেক সংস্থার সঙ্গেই খাতায়- কলমে যুক্ত আছেন জন।

আরও পড়ুন : হানির বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ স্ত্রী-র
অবলা প্রাণীদের পাশে জনের থাকার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানও। এই বছরটা তাঁদের সংস্থা পাঁচ বছরে পা দিল। এমন একটা সময়ে জনের সংস্থার সঙ্গে হওয়া ভীষণ প্রাসঙ্গিক। অবলা প্রাণীদের পাশে জনের থাকার উদ্যোগে খুশি তাঁরা। জনের যোগদান সংস্থার জন্যও ভাল হবে বলেই মনে করছেন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান।
সংস্থাটি অবলা প্রাণীদের খাদ্য সংকট দূর করা, সুস্বাস্থ্য নিয়ে কাজ করে। সবাই মিলে প্রাণীদের পাশে থাকলে তাদের জন্যও একটা অন্যরকম পৃথিবী গড়ে তোলা যায়, এমনটাই বিশ্বাস তাদের । সেই উদ্যোগে, জনের মতো স্টারকে পেয়ে কাজের গতি যে বাড়বে তা নিয়ে কোনও দ্বিধাই নেই স্বেচ্ছাসেবী সংগঠনটির।

আরও পড়ুন : প্রেমিক- প্রেমিকারা

RELATED ARTICLES

Most Popular