skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeবিনোদনChoreographer | Chaitanya Master | ঋণের দায়ে আত্মঘাতী কোরিওগ্রাফার

Choreographer | Chaitanya Master | ঋণের দায়ে আত্মঘাতী কোরিওগ্রাফার

Follow Us :

মুম্বই: ঋণে জর্জরিত, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আত্মঘাতী তেলুগু কোরিওগ্রাফার (Choreographer) চৈতন্য (Chaitanya )। বয়স হয়েছিল ৩০ বছর। অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) নেলোরে নিজস্ব বাসভবন থেকেই উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত মৃতদেহ। তেলুগু সিনেমা জগতে বেশ সুনাম রয়েছে চৈতন্যর।  তাঁকে শেষবার জনপ্রিয় তেলুগু নাচের অনুষ্ঠান ধী-তে দেখা গিয়েছিল। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তেলুগু সিনেমার অনুরাগীরা।

আত্মহত্যার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বাজারে প্রচুর দেনা হয়ে গিয়েছিল তাঁর। তা মেটাতে না পারার কারণেই চরম পদক্ষেপ করেছেন তিনি। মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানান , তিনি ঋণ পরিশোধ করতে পারছেন না, তাই লাখ লাখ টাকার আর্থিক প্রতিশ্রুতি দ্বারা তিনি আবদ্ধ। তাঁর কথায়, “আমার মা, বাবা এবং বোন আমাকে কোনও সমস্যার সম্মুখীন হতে না দিয়ে আমার ভালো যত্ন নিয়েছেন। আমি আমার সকল বন্ধুদের কাছে আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। আমি অনেক লোককে বিরক্ত করেছি, এবং সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি অর্থের বিষয়ে অনেক ভুল করেছি। শুধু ঋণ নিলেই তো হবে না, ঋণ পরিশোধ করার সামর্থ্যও থাকতে হবে। কিন্তু আমি তা করতে পারিনি। বর্তমানে, আমি নেলোরে আছি, এবং এটাই আমার শেষ দিন। আমার ঋণ নেওয়ার কারণে যে সমস্যাগুলির সৃষ্টি হয়েছে, সেগুলি আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না।” এরপরই মৃত্যুর সিদ্ধান্ত নেন তিনি। 

আরও পড়ুন:Ai Watan Mere Watan | Sara Ali Khan | মিটল সারার শ্যুটিং

জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশের নেল্লোরের একটি হোটেলে আত্মঘাতী হন ডান্স মাস্টার চৈতন্য। ইতিমধ্যেই পুলিশ সেখানে পৌঁছে তাঁর নিথর দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে তারকার মরদেহ। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের তরফে। তারপর চৈতন্যের মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর আগে লোনের কথা জানানোর পাশাপাশি ধি শোর প্রতি তাঁর কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন চৈতন্য। তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য এই শো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে চৈতন্যের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই অনেক ভক্ত টুইটারে শোক প্রকাশ করেছেন এবং কোরিওগ্রাফারকে তাঁদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নৃত্যশিল্পী ঝাঁসিও। তাঁর কথায়, “চৈতন্যের মৃত্যু তেলেগু বিনোদন এবং রিয়েলিটি শো শিল্পের অন্ধকার অধঃপতন। প্রতিটি নৃত্যশিল্পী তাঁর পরিস্থিতির প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। আমাদের মতো শিল্পীদের প্রতিনিয়ত পেমেন্টের জন্য হয়রানি হতে হয়। চৈতন্য, আপনি কেন এমন পদক্ষেপ নিলেন তা আমি বুঝতে পারছি না। আপনার কাছে টাকা থাকলেও আপনি অন্যদের এবং আপনার সহকর্মীদের সাহায্য করতেন।”

RELATED ARTICLES

Most Popular