Placeholder canvas

Placeholder canvas
HomeScroll৩ দিন ধরে স্বরূপের বাড়িতে আইটি তল্লাশি, মিলল কী কী
Income Tax Raid

৩ দিন ধরে স্বরূপের বাড়িতে আইটি তল্লাশি, মিলল কী কী

Follow Us :

কলকাতা: ৬০ ঘণ্টা পার। এখনও আয়কর তল্লাশি চলছে শহরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে। বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে আয়কর দফতরের এই তল্লাশি অভিযান। আয়কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই এই তল্লাশি অভিযান বলে খবর। আয়কর সূত্রে খবর, ২টি রিয়েল এস্টেট সংস্থা সঙ্গে বেআইনি লেনদেনের অভিযোগ উঠেছে স্বরূপের বিরুদ্ধে। তবে কোনও আর্থিক লেনদেনের নথি ও টাকা উদ্ধার হয়নি বলে আয়কর সূত্রে খবর। তবে বেশকিছু মোবাই উদ্ধার হয়েছে বলে জানিয়েছে আয়কর দফতর।

গত বুধবার ৬ জায়গায় আয়কর হানা দেয়। তালিকায় স্বরূপ বিশ্বাসের বাড়ির পাশাপাশি ছিল স্বরূপের স্ত্রী তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের কার্যালয়ও। পাশাপাশি রানা সরকার নামে এক নির্মাণ ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন আইটি আধিকারিকরা। তিনি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। বুধবার রাতে আয়কর আধিকারিকদের একটি দল স্বরূপের নিউ আলিপুরের বাড়ি থেকে বেরিয়েছেন। তাঁদের হাতে ছিল বেশ কিছু নথি। কিন্তু তার পরেও বেশ কয়েক জন আধিকারিক স্বরূপের বাড়িতে রয়ে যান।

আরও পড়ুন: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দিল্লি

RELATED ARTICLES

Most Popular